আমাদের কথা খুঁজে নিন

   

~~~ ব্লাক মান'ডে~~~

দুঃখিত,নীতিমালা ভঙ্গের কারনে প্রভাষক-এর কমেন্ট ব্যান করা হয়েছে; তবে তিনি "নিরাপদ" ব্লগার!!!
"ব্লাক মান'ডে" Black Monday~~~ আমাদের দেশে যেমন "৯৬-সাল" ঠিক তেমন-ই "ব্লাক মান'ডে"-ও বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নিকট এক মূর্তি-মান আতংকের নাম!!! এবং এটি বিশ্ব-ব্যাপী শেয়ার বাজার-এর ধ্বস্ সম্পর্কিত প্রচলিত বহুল-ব্যবহৃৎ ও সবচেয়ে পরিচিত শব্দ। ১৯৮০'এর দশক-এ বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং এক-ই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে এর সূচক-এর মান-ও। এই সময়-এ বিভিন্ন দেশের শেয়ার বাজারে বিভিন্ন-ভাবে মূল্য-সংশোধন করা হলে-ও বিনিয়োগ-কারীদের আগ্রহ এবং বিশ্ব-ব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির কারণে শেয়ারসমূহের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারে এক অভাবনীয় ধ্বস নামে; যা মূলত হংকং-এর শেয়ার বাজার হেংসেং থেকে শুরু করে আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর পশ্চিম দিকে ধেয়ে ইউরোপকে আঘাত করে মার্কিন যুক্তরাস্ট্র-এর ডো জনস্-এ ব্যাপক ধ্বস নামায় এবং এক-দিন সর্বোচ্চ ৫০৮.৩২ পয়েন্ট (তখন পর্যন্ত) কমিয়ে দেয়! শতকরা হিসেবে ২২.৬১ ভাগ হ্রাস পায় এবং ২২৪৭.০৬ থেকে এক-কর্ম দিবসেই ১৭৩৮.৭৬-এ নেমে আসে!!! ডো জনস্ শিল্প গড় বা The Dow Jones Industrial Average (DJIA)~~~ অর্থনীতি বা শেয়ার বাজার সম্পর্কিত শব্দ "ডো জনস্ শিল্প গড়" বা The Dow Jones Industrial Average (DJIA) -কে অনেকে The Industrial Average / The Dow Jones / The Dow 30 বা শুধুমাত্র The Dow বলে থাকেন। এটি একটি শেয়ার বাজার সম্পর্কিত ইনডেক্স, যা ডো জনস্ এন্ড কোম্পানীর কো-ফাউন্ডার এবং ওয়াল স্ট্রীট জার্নাল-এর সম্পাদক চার্লস্ ডো এবং তার ব্যবসায়ীক সহযোগী ও পরিসংখ্যানবিদ এডওয়ার্ড জোনস্ কর্তৃক প্রবর্তিত।

The Dow Jones Industrial Average (DJIA) ইনডেক্স-এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ৩০ টি বিশালাকার পাবলিক শেয়ারড কোম্পানী যে-কোনো একটি কর্ম-দিবসে শেয়ার বাজারে লেনদেন সম্পন্ন করছে তা প্রদর্শন করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্র-এর শেয়ার বাজারে প্রচলিত ইনডেক্সগুলোর মধ্যে ২য় পুরাতন সূচক, যা The Dow Jones Transportation Average -এর পর-ই ব্যবহৃত হয়। বর্তমানে The CME Group এই ইনডেক্সের মালিক। ভয়াল সোমবার ১৯৮৭~~~ ১৯৮৭ সালের ১৯ অক্টোবর। হংকং-এ হয় ধ্বস-এর সূচনা, সূচক পড়ে যায় ৪৫.৫%।

ধেয়ে চলে তা আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর পশ্চিম দিকে। সামান্য ধরাশয়ী হয় এশিয়া এবং পূর্ব ইউরোপ। কিন্তু পশ্চিম ইউরোপ থেকে আবার শুরু হয় ধ্বংস-লীলা; প্রধান শিকার স্পেন (৩১%) এবং যুক্তরাজ্য (২৬.৪%)। ধ্বস না-থেমে এগিয়ে চলে যুক্তরাষ্ট্র অভিমূখে এবং ধ্বস নামায় ২২.৬% আর কানাডায় (২২.৫%)। এরপর-ও তা না-থেমে ছুটে চলে এবং চূড়ান্তভাবে ধ্বসিয়ে দেয় অস্ট্রেলিয়া (৪১.৮) আর নিউজিল্যান্ডের (৬০%) বাজারকে(ব্লাক টুইজ'ডে)!!! আর এসব বাজার পুনরায় ব্লাক মান'ডে-এর পূর্বের অবস্থায় আসতে বেশ কয়েক বছর সময় নেয়; যেমনঃ কানাডা-তে প্রায় আড়াই বছর লেগে যায়! বিশ্ব-ব্যাপী পুরো অক্টোবর মাস জুড়ে চলা এই ধ্বস-এ সবচেয়ে কম-ক্ষতিগ্রস্থ হয় অস্ট্রিয়ান শেয়ার বাজার (১১.৪%)এবং সর্বোচ্চ হংকং (৪৫.৮%)।

বিশ্বের প্রদান ২৩ টি শিল্পোন্নত দেমের মধ্যে ১৯ টি দেশের ক্ষেত্রেই দেখা গেছে যে সূচক ২০%-এর-ও বেশি পড়ে গেছে এই-সময়ে! শেয়ারের মূল্য পতনের কারণঃ~~~ ১৯৮০'এর দশক-এ বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারে বিনিয়োগ করার হার বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে নতুন নতুন কোম্পানী যুক্ত হতে থাকে এখানে। ফলে বৃদ্ধি পেতে থাকে এর সূচক-এর মান-ও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে ১৯৮৭ সালের মধ্যে নিউ ইয়র্ক-এ শেয়ার বাজার ২৩ গুন বেশি আয় করে এবং এই সময়-এ ১৪.৫ গুন মূল্য বৃদ্ধি ঘটে। বিভিন্ন দেশের শেয়ার বাজারে এই প্রতিক্রিয়া দেখা গেলে-ও এর-মূল কারণ আজও অজ্ঞাত। প্রধান যে-সব কারণ এই ক্ষেত্র ধারণা করা হয় তার মধ্যে রয়েছেঃ ১. কম্পিউটার বেজড প্রোগ্রাম-এর কারণে; ২. অতি-মূল্যায়িত শেয়ার; ৩. তারল্য-সংকট; ৪. গুজব ও জুয়াড়ীদের কারসাজি; ৫. ইউরোপ ও আমেরিকার বন্ড মার্কেট-এর পতন; ৬. জার্মানীর মুদ্রানীতির পরিবর্তনে যুক্তরাস্ট্রের চাপ-প্রয়োগ; ৭. জি-৭ ভূক্ত শিল্পোন্নতদেশ-গুলোর মধ্যকার অর্থনৈতিক টানাপোড়ন; ৮. যুক্তরাস্ট্র কর্তৃক ইরানী জাহাজ আক্রমণ~~~ প্রভৃতি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আগামী-কাল আর একটি ১৯ অক্টোবর!!! বাংলাদেশের শেয়ার বাজারে আজ যে-ধরনের অবস্থা বিরাজ করছে, তা যে-কোনো সময়-ই আরেক-টি '৯৬-সালের বা ভয়াল অক্টোবরের জন্ম দিতে পারে। তাই আসুন, আমরা সকলে শেয়ার বাজারে বিনিয়োগ-এর বিষয়-এ সচেতন হই! আর সব-চেয়ে বড় কথাঃ বাঙ্গালী হুজুগ-প্রিয় জাতি, কিন্তু তাই বলে শেয়ার বাজারে হুজুগ-এ মাতবেন-না! কারণ, শেয়ার বাজারে আপনি আবার-ও সুযোগ পাবেন!! পাবেন-ই!!! সকলকে অসংখ্য ধন্যবাদ... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ সূত্রঃ ১. উইকি ২. US History Encyclopedia ৩. Fadiman, Mark. Rebuilding Wall Street: After the Crash of '87, Fifty Insiders Tell About Putting Wall Street Together Again. Englewood Cliffs, N.J.: Prentice Hall, 1992. ৪. Metz, Tim. Black Monday: The Catastrophe of October 19, 1987, and Beyond. New York: Morrow, 1988.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।