আমাদের কথা খুঁজে নিন

   

এই বোন কি আমার সেই বোন?

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

ভাই-বোন! পৃথিবীর সমস্ত ধর্মেই ভাই-বোন এমন একটি বন্ধন যা আর কোন বন্ধন-ই এর ধারে কাছে নেই। ছোট বেলা থেকেই ভাই-বোনের বন্ধন টা জুড়ে আসে স্নেহ-ভালবাসায়-মায়া মমতায় । একটি বোনের জন্য ভাইয়ে যতটুকু মায়া -ভালাবাসা থাকে,বোনের তা থেকে তিন গুণ ভাইয়ের জন্য ভালাবাসা ও মায়া থাকে। অস্বীকার করার কোন উপায় নেই। এবং নেই,সেই ভালবাসার মধ্যে কোন সীমাবদ্ধতা নেই।

ছোট থেকেই পড়া লেখা এক সাথে স্কুলে যাওয়া, এক সাথে খেলা করা, আবার ঝগড়া ঝাঠে মারা মারি লাফা লাফি, কত কিছু ,, অনাবিল শান্তি চিন্তা করা যায়না। একটি বোনের কাহিনি, এই বোন কি আমার সেই বোন? অবশেষে মায়ার এই বোনটি একদিন চলে যায়, তার স্বামীর ঘরে। কিছুদিন পর স্বামী বোনটি কে নিয়ে গেল আমেরিকা,লন্ডন, কানাডা, পৃথবীর যে কোন একটি নামি দামি দেশে। বসবাস করতে থাকে সেখানে। ভাইয়ের কাছে ফোন করতেও বোনের এখন লজ্জা বোধ হয়।

বোনের এখন উচ্চবিলাসিতায় নামি দামী গাড়ি-বাড়ি সুখে হাবু-ডুবু,। সেই ছোট বেলার ছোট্র ভাইটি কথা কি আর মনে আছে? ভাইটি প্রতিদিন অপেক্ষার প্রহর গুনে আজ হয়তো দিদি ফোন করবে, মনে মনে ভেবে রাখলো দিদি ফোন করলে একটি সাইকেল কেনার টাকা দিতে বলব। কিন্তু হায় সেই অপেক্ষা এক নিদারুন কাল্পনিক। টাকার অভাবে ভাইটি লেখা পড়া বন্ধ করে দিয়েছে, একটি বই কেনারও সামর্থ নেই। বাবা অল্প বেতন দিয়ে সংসারের খরচ মিটাতে হিমশিম খাচ্ছেন।

ভাই এখন বেকার কর্মহীন,অথচ বোনের একটি সপ্তাহের মোবাইল খরচের টাকা হয়ে যায় ভাইয়ের পুরো এক বৎসরের লেখা পড়ার যোগান। কিন্তু টাকা পয়সা দূরের কথা ফোন করে আজ পর্যন্ত জানলোনা মা-বাবা কেমন আছেন। সেদিকে ভাইটি তার একটি বিশ্বাস আমার দিদি আমার কাছে ফোন করবেই। কেটে গেল এক বছর। আগামী সপ্তাহে দিদি দেশে আসছে শুনে লাফিয়ে উঠল ভাইটি।

বোন সঠিক সময়ে আসলো দেশে, যতই সন্তানে খবর রাখুক আর না রাখুক, মা-এমন একটি নাম, সন্তান যতই অপরাধী হোক মা-ধরে রাখতে পারেনা কখনো। মা-নিজের সন্তান কে দেখার জন্য পাগল হয়ে গেলেন। অন্য দিকে ভাইটি অভাবের সংসার ঠিকমত খাওয়া দাওয়া হয়নি প্রায়ই। শরীরটা রোগা ও কালো হয়ে গেছে, বোনের সামনে কি করে যাবে। একটি ভাল কাপড় ও নেই এই অবস্থায় গেলে দিদি কি বলবে।

নিজেই চিন্তা করতে করতে কল্পণার জগতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দিদি যে, সেই আগের দিদি নেই, সে জানাটা সে আজও যানেনা। বাবা এসে ভাইটি কে বললেন মেয়াটা আসলো আজ কয়দিন অথচ একটি ফোন করে আমাদের কথা জানতেও চাইলো না। আব্বা, আগামী কাল আমি দিদিকে নিয়ে আসবো। তুমি এ নিয়ে চিন্তা করোনা।

সময় মত ভাইটি দিদির দরজায় হাজির। [ সময়ের সল্পতা ও আমার ব্যস্ততা পুরোটা লেখতে পারলাম না । আসা করি সময় করে বাকি টুকু আপানদের জানাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।