আমাদের কথা খুঁজে নিন

   

শায়ানের গান- এখানেই সুখ ছিলো একদিন

ভালো লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে.... :)

শায়ানের গানের সাথে আমার পরিচয় ঘটলো কালকে। তার পর থেকেই মুগ্ধ হয়ে শুনছি একের পর এক। তাই শেয়ার করলাম এই গানটি- এখানেই সুখ ছিলো একদিন ঐ দেখো ছড়ানো সেন্ডেল, ওখানেই সুখ ছিলো একদিন। দেয়ালে ঝুলন্ত মাকড়সার জালে, জড়িয়ে সুখ ছিলো একদিন। একটাই ভাঙ্গা এশ ট্রে, ওটাতেও সুখ ছিলো একদিন।

সারারাত কল থেকে পানির টিপ টিপ শব্দে কি দারুণ সুখ ছিলো একদিন। আজ চলছেনা, ভালো লাগছেনা, দুজনার পাশাপাশি বনছেনা। তবু শেষবার তুমি ভেবে দেখো, এখানেই সুখ ছিলো একদিন। । এখানেই এখানেই, এখানেই সুখ ছিলো একদিন।

এইতো সেই নড়বড়ে আমাদের সেই ছোট্টো খাট এখানেই উত্তাল সঙ্গমে কেটেছে কত কত রাত ভাঁজ করা আছে নীল মশারী। শত চিত্রে সাজানো সে বাসর। মেঝেতে শুয়ে আছে একজন - বিছানায় অতৃপ্ত সে চাদর । । আজ খেলা শেষ, আর জমছেনা, দুজনার পাশাপাশি বনছেনা তবু শেষবার তুমি ভেবে দেখো- এখানেই সুখ ছিলো একদিন।

আজ খেলা শেষ, আর জমছেনা, দুজনার পাশাপাশি বনছেনা। আছে দুজনার শুধু নীরবতা, তবু কল থেকে পানি পড়ছে টিপ টিপ। এখানেই, এখানেই, এখানেই সুখ ছিলো একদিন। শার্টের ছেঁড়া বোতামেই- কি ভীষণ সুখ ছিলো একদিন। দেয়ালের ফাটলের ঐ নকশাতে কি দারুণ সুখ ছিলো একদিন।

অষুধের ঐ বাক্সটা অসুখেও কত সুখী ছিলো একদিন আজ কেনো ঐ মলিন পর্দাটা সুখী ছন্দে দুলেছিল একদিন। জানালার ভাঙ্গা কাচটাতে, দরজার বেয়ারা হুরকোতে বিকেলে কলিং বেলে কি দারুণ সুখ ছিলো একদিন। এখানেই, এখানেই, এখানেই সুখ ছিলো একদিন। চন্দন কাঠের বুকশেলফে, আজো আছে তোমারি জীবনানন্দ। কাঁধে কাঁধে মিলিয়ে রবীন্দ্র তবু/শুধু কেটে গেছে জীবনের ছন্দ।

। দেয়ালের ফ্রেমে আজো বন্দী- দুজনার এক চোখে দেখার স্বপ্ন। ওরা হাসছে, তবু হাসছে, জানে আসছে, ভাঙ্গনের লগ্ন। । আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি, তাই অবশেষে মুক্তির চুক্তি।

তবু শেষবার তুমি ভেবে দেখো এখানেই সুখ ছিলো একদিন। । এখানেই, এখানেই, এখানেই সুখ ছিলো একদিন। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।