বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...
মা; আমাদের মা
পুলিশের হাতে ফুল তুলে দেয়া-জিনাত জোয়ার্দার রিপার মা
মা দিবসে সকাল থেকেই তাদের প্রিয় মাকে নিয়ে বিভিন্ন অনুভুতির কথা লিখছেন। সকাল থেকে দৃষ্টি ছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। সেখান থেকে কিছু মায়ের ছবি সংগ্রহ করেছি। সেগুলোই এখানে তুলে ধরলা্ম
আমাদের মা হারানো মেঘের মা
কালেরকন্ঠের সাংবাদিক হায়দার আলীর মা
রংপুরের ইউসুফ মিলার মা
ব্লগার এএফএম সজীবের মা
ইলোরা আপুর মা- এবং মা হিসেবে ইলোরা আপু
রেদোয়ান রনির মা
রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশির মা
কারমাইকেল কলেজের শিক্ষার্থী জিনিয়ার মা
সুজন সুপান্থের মা
জনকন্ঠের সাংবাদিক মানিক সরকারের মা
প্রথম আলোর সাংবাদিক রাজিব হাসানের মা
চ্যানেল আইয়ের সাংবাদিক সালেহ বিপ্লবের মা- তার বাচ্চারও মা
মা দিবসে সবচেয়ে হৃদয় ছুঁইয়ে যাওয়া এই মায়ের ছবিটি আমাকে কাঁদিয়েছে। জুলেখা নামের এই মা রংপুর চিড়িয়াখানার গেটে চানাচুর বিক্রি করেন।
তিনি জানেন না মা দিবস কাকে বলে। তার ছেলেমেয়েরা তার খোঁজ নেয় না। এই ছবিটি ছোটভাই সায়ন তুলেছে।
মা দিবসে পৃথিবীর সকল মা কে শুভেচ্ছ। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।