আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে গিনেস বুকে খগেন্দ্র



ফুল বিক্রেতার ছেলে খগেন্দ্র থাপা মাগারের জন্য গতকাল ছিল একটি বিশেষ দিন। ১৯তম জন্মদিনে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মানুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে তাকে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মানুষ হিসেবে ঘোষণা করার আগে খগেন্দ্রর উচ্চতা, ওজন নেয়ার কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন ডাক্তার এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা। এ স্বীকৃতি পাওয়ার জন্য খগেন্দ্রর পরিবার বেশ কয়েক বছর ধরেই প্রচার চালিয়ে আসছিলেন। তবে খগেন্দ্র আরও বড় হতে পারেন বলে ধারণা করে এর আগে রেকর্ডস কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করেছিল। ২৫.৮ ইঞ্চির উচ্চতার খগেন্দ্র বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মানুষ হিসেবে কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্ডেজের স্থলাভিষিক্ত হবেন। হার্নান্ডেজের উচ্চতা হচ্ছে ২৭ ইঞ্চি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।