ভালো ..তবে কালো
সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল ‘সেক্সটিং’ নামের পেটেন্ট লাভ করেছে। ইংরেজি শব্দ ‘সেক্স’ এবং ‘টেক্সটিং’ থেকে সেক্সটিং কথাটি এসেছে। এই পেটেন্টের মাধ্যমে আইফোনে বয়স অনুপোযোগি টেক্সট মেসেজ সাপোর্ট করবে না। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ২০০৮ সালে ‘সেক্সটিং’ বিষয়ে পেটেন্ট পাওয়ার আবেদন করে অ্যাপল। এই সেক্সটিং ফিচারটির সাহায্যে আইফোনের টেক্সট মেসেজে লেখা আপত্তিকর কোনো কনটেন্ট ফিল্টার করার সুযোগ থাকবে।
জানা গেছে, টেক্সট মেসেজ মনিটর করার এবং সঠিক ব্যবহার করার কোনো নিয়ন্ত্রত পদ্ধতি না থাকায় অ্যাপলকে ‘সেক্সটিং’ পেটেন্ট মঞ্জুর করেছে মার্কিন পেটেন্ট অফিস।
জানা গেছে, এই পদ্ধতিতে একাধিক অ্যাপ্লিকেশন থাকবে। আর এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন জনের কাছে পাঠানোর উপযোগী মেসেজ ফিল্টার করে নেওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।