সব থাকতেও খুবই একাকী........
একনাগাড়ে ৭২ ঘণ্টা পানির নিচে ডুবে থাকার বিরল দৃষ্টান্ত স্থাপনকারী ‘জলমানব’খ্যাত নওশের আলী (৪৬) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি চান।
গতকাল বৃহস্পতিবার সকালে নওশের কক্সবাজার শহরের পর্যটন মোটেল শৈবালের দিঘিতে তাঁর ডুব প্রদর্শনী শুরুর আগে এই ইচ্ছার কথা জানান।
খুলনার বাসিন্দা নওশের আলীকে নিয়ে গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে পাঁচ দিনব্যাপী ডুব প্রদর্শনীর আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। সকাল সাড়ে ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। নওশের আলী শত শত দর্শকের উদ্দেশে হাত নেড়ে পাঁচ একর আয়তনের বিশাল শৈবাল দিঘিতে ডুব দেন।
এ সময় তিনি বলে যান, ‘সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানির নিচে থাকব, দোয়া করবেন। ’
বেলা দুইটা পর্যন্ত ঘটনাস্থলে থেকে দেখা গেছে, নওশের আলী নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে তাঁর কৌশল দেখাচ্ছেন। মাঝেমধ্যে দুধ, কলা, আপেল, ডিম এমনকি চা-সিগারেট নিয়ে খাচ্ছেন। কখনো গানের তালে নৃত্যের ভঙ্গি করেন। এ সময় হাত দুটো পানির ওপর তুলে দেন নওশের।
মাইকে প্রশ্ন করলে হাত তুলে ইশারায় প্রশ্নের জবাব দেন। পানির নিচে নওশের একাধিকবার সিগারেট টানার সময় বাতাসে ধোঁয়া ভেসে উঠতে দেখা যায়। এ অবিশ্বাস্য দৃশ্য দিঘির পাড়ে উপস্থিত দর্শকদের চমৎকৃত করে। বিকেল চারটায় গিয়েও তাঁকে পানির নিচে ডুবে থাকতে দেখেন এ প্রতিবেদক।
অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না।
তাহলে কীভাবে এ কাজ সম্ভব জানতে চাইলে নওশের আলী বলেন, ‘পানির নিচে বিশেষ কায়দায় অক্সিজেন তৈরি করে ডুবে থাকি। ডুবে থাকা অবস্থায় পানিতে হাত দিয়ে আঘাত করলে বড় জায়গা তৈরি হয়। ওই জায়গা থেকে অক্সিজেন গ্রহণ করে আবার পানিতে ছেড়ে দিই। ’
নওশের আলী জানান, তৃতীয় শ্রেণীতে পড়ার সময় বন্ধুুদের সঙ্গে প্রথম ডুব প্রতিযোগিতায় অংশ নেন তিনি। বিজয়ীর জন্য পুরস্কার ছিল এক সের মিষ্টি।
মিষ্টির লোভে দুই মিনিট ডুব দিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তখন থেকেই ডুব দেওয়া শুরু। ১৯৭২ সালে টানা ২০ মিনিট ডুব দিয়ে থাকার রেকর্ড গড়েন তিনি। এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকায় যথাক্রমে ১২ ও ৩০ ঘণ্টা ডুবে থেকে দর্শকদের মুগ্ধ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
এখন তাঁর স্বপ্নের কথা জানতে চাইলে নওশের আলী বলেন, ‘আগে পানির নিচে ডুবে থাকার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।
তারপর মৃত্যুর আগে গিনেস বুকে নামটা তুলে যেতে চাই। ’
নওশের জানান, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত মোট সাড়ে ১২ হাজার ঘণ্টা পানিতে ডুব দিয়ে কাটিয়েছেন তিনি। তাঁর ধারণা, এটি একটি বিশ্ব রেকর্ড। রাজশাহীতে সর্বোচ্চ টানা ৭২ ঘণ্টা পানির নিচে থাকার রেকর্ড রয়েছে তাঁর। নওশের জানান, গিনেস বুক কর্তৃপক্ষ তাঁর আবেদনে সাড়া দিয়ে বলেছে, তালিকায় তাঁর নাম লেখা হবে।
এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
প্রদর্শনীর আয়োজক কমিটির আহ্বায়ক পরে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাড়ে সাত ঘণ্টা পানির নিচে ছিলেন নওশের। আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১০ ঘণ্টার এই ডুব প্রদর্শনী চলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।