আমাদের কথা খুঁজে নিন

   

একটা প্রিয় বই


প্রায় বছর দশেক আগে আমি একবার পড়ার কিছুই খুজে পাচ্ছিলাম না। আমার স্কুল জীবনের এক বান্ধবীর কাছে গেলাম। আমি অবশ্য তার কাছে এমনিতে খুব একটা যেতাম না - গিয়ে ঘ্যান ঘ্যান করতে লাগলাম - কিছু ভালো লাগে না, যা কিছু হাতের নাগালে পাই পড়তে ভালো লাগে না, অন্য কিছু পড়তে চাই। অনেকক্ষন বকবক করার পর সে বললো মেটামরফোসিস পড়ছিস? বললাম, না।

সে বললো কাফকার মেটামরফোসিস, স্যালিন্জারের দ্য ক্যাচার ইন দ্যা রাই, কাম্যুর দ্য আউটসাইডার পড়। কিছুদিন পর আবার তার ওখানে গিয়ে বকবক শুরু করছি, বেশ কিছু সময় সহ্য করার পর সে বললো, ঐ বইগুলা পড়ছিস? কেমন লাগছে? আমি বললাম, সেজন্যই আসছি, বইগুলো অনেক অনেক ভালো আউটসাইডারটা বাদে, ওটা পড়ে আমার ফিলিংও আউটসাইডার টাইপের হইছে, আরো এরকম বই দাও- মেটামরফোসিস আর ক্যাচার ইন দ্য রাই টাইপের। সে দেখলাম গভীর চিন্তায় পড়ে গেলো, বললো, তোর অমুক(আউটসাইডারের নায়ক)কে ভালো লাগেনি?! আমি বললাম, না তার উপর আমার কোনোই মায়া লাগেনি। আমার মাকড়শাটাকে অনেক অনেক ভালো লাগছে, আর হোল্ডেনকেও বেশ ভালো লাগছে, যদিও ওটার বিশাল অংশ আমি পড়িই নাই, তুমি আরো ঐটাইপ বই দাও। সে হতাশ আওয়াজে বললো তার কাছে আর ওরকম বইয়ের খোজ নেই।

সুতরাং আর পড়া হলো না। আমার ইগবি গোজ ডাউন মুভিটা ভালো মত দেখা হয়নি কিন্তু যতটুকু দেখছি তাতে মনে হইছে ব্যাপক মিল কাহিনীর। আর উইকির লিন্কে আপনারা দেখতে পাবেন দ্য গ্রাজুয়েট, ডেড পোয়েটস সোসাইটি এসব সিনেমা গুলো এই উপন্যাসের প্রভাবে তৈরি। সেসময়ে মেটামরফোসিস নিয়ে বিবিসিতে একবার একটা ডকুমেন্টারি দেখে সমালোচক প্রাণীর উপর বিরক্তি ধরে গেল। সব কিছু পন্ড না করিলে পণ্ডিত হয় না।

সেই থেকে আর ওগুলো পড়া হয়নি। এবং আমার প্রিয় বইয়ের ব্যাপক অংশ আজো আমার পড়া নাই। ( ইমোটিকন দেওয়ার লোভ সামলাইলাম) দ্য ক্যাচার ইন দ্য রাই ডাউনলোড লিন্ক (পিডিএফ) আরেকটু যোগ করি এটার নায়ক এক কিশোর। এবং ১৮+ ট্যাগ ছিল মূলত গালি জাতীয় শব্দের জন্য।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.