আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...
দীর্ঘ চার মাস ধরে আমি এ ব্যাপারে পর্বতারোহীদের সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেছি, ছবি সংগ্রহ করেছি, ত্রিমাত্রিক মডেলে মুসার ছবি বিশ্লেষণ করার চেষ্টা করে প্রমাণ খোঁজার চেষ্টা করেছি। আমি সন্তুষ্ট যে অবশেষে যুক্তি এবং বিশ্লেষণের আলোকেই একটি ইতিবাচক সিদ্ধান্তে আসতে পেরেছি, কোনো মিডিয়াগোষ্ঠীর চাপিয়ে দেয়া কথার ভিত্তিতে নয়। ছবিগুলো যদি আরো আগে জনগণের জন্যে উন্মুক্ত করে দেয়া হতো, তাহলে আরো আগেই এই বিশ্লেষণ সম্পন্ন করা সম্ভব হতো। (পোস্টদাতা : হিমু | পোস্টের লিংক | পোস্টের স্ক্রিনশট)
অবশেষে অরিন্দম কহিলো বিষাদে
অবশেষে হিমু স্বীকার করে নিলেন, মুসার এভারেস্ট বিজয় সম্পর্কে তার আর সন্দেহ নেই। তিনি সন্তুষ্ট।
যে চিলের পেছনে হিমু সবাইকে ছুটিয়েছেন, সেই চিলের খোঁজও শেষপর্যন্ত তিনি দিয়েছেন। তাকে ধন্যবাদ, তাকে অভিনন্দন! শুধু হিমুর কাছে জানতে চাই, আপনি মানুষের কাছে স্পষ্ট উত্তর জানতে চান। কিন্তু আপনি নিজে কেন ইনিয়ে-বিনিয়ে নিজের ভুল স্বীকার করলেন আজ? আপনি তো গর্জন করেও বলতে পারতেন, এতোগুলো দিন মুসার বিরুদ্ধে কুৎসা রচনা করেছেন এবং এখনো করছেন ফ্রে পিক-অন্নপূর্ণা নিয়ে, এভারেস্ট নিয়ে যা এতোদিন করে এসেছেন। অথচ এই এখনো আপনার হাতে কোনো প্রমাণ নেই, নির্ভরযোগ্য কোনো তথ্যও নেই। প্রমাণিত সত্য ছাড়া আর কোনো পর্বতারোহীর চরিত্রহনন করবেন না- এই প্রত্যাশা রাখছি।
আবারও বলতে চাই, আপনার এই প্রচেষ্টা অভিনন্দনযোগ্যই হতো, যদি আপনি সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণ দিয়ে অনুসন্ধান শুরু করতেন এবং শুরু থেকেই নেতিবাচক মনোভাব নিয়ে আপনার কর্মকাণ্ড না চলতো। আমাদের দুর্ভাগ্য, আপনি অনুসন্ধান শুরুই করেছিলেন কুৎসা রটনা আর নেতিবাচক মনোভাব নিয়ে। আমরা আশা করবো, আপনি যখন ভবিষ্যতেও এমন কোনো অনুসন্ধানে যাবেন, ইতিবাচক মনোভাব থেকে সেটা শুরু করবেন, সেখান থেকে নেতিবাচক কিছু পেলে সেভাবে এগোবেন।
একদিকে অভিনন্দন, অন্যদিকে চলছিল ইমেইল চালাচালি
এভারেস্ট আরোহণে যাওয়া মুসাদের পর্বতারোহী দলটি ছিল নানা দিক থেকেই একটি 'বিশেষ দল'। সেই দলে সবাই ছিল প্রথম, বিভিন্ন কারণে।
যেমন মুসা ছিলেন এভারেস্ট চূড়োয় প্রথম বাংলাদেশী। মন্টেনিগ্রোর যে তিন পর্বতারোহী ছিলেন মুসার সঙ্গী, তারাও ছিলেন মন্টেনিগ্রো থেকে প্রথম এভারেস্ট আরোহী। সার্বিয়ার যে ডাক্তার ভদ্রলোক ছিলেন ওই দলে, তিনিও এভারেস্ট চূড়োয় প্রথম সার্বিয়ান ডাক্তার আর নেপালের লাল বাহাদুর জিরেল ছিলেন 'জিরেল' সম্প্রদায় থেকে প্রথম এভারেস্ট বিজয়ী। আট জনের দলে দুজন তাইওয়ানিজ ও কোরিয়ান ছিল, তাদেরও কী যেন বিশেষত্ব ছিল।
তিন মন্টেনেগ্রান যখন এভারেস্ট চূড়ো থেকে বেস ক্যাম্পে ফিরলেন, ফোন বেজে উঠল।
ফোনের ওপ্রান্তে মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট স্বয়ং! অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত করলেন মন্টেনিগ্রোর প্রথম তিন এভারেস্ট বিজয়ীকে। সেই একই ক্যাম্পে ছিলেন ওই একই গৌরবের অংশীদার এক বাংলাদেশীও- মুসা ইব্রাহীম! অন্যরা যখন অভিনন্দনের জোয়ারে ভাসছিলেন, তখন দেশ থেকে উড়ে যাওয়া ফোনকলে মুসার কাছে প্রশ্ন এসেছে- ''মুসা, আপনি আসলেই এভারেস্টে উঠছেন তো, নাকি?' সজল খালেদরা তখন মুসার বিরুদ্ধে লম্বা লম্বা ইমেইল চালাচালি করছেন। আর হিমুরা লিখছিলেন নেভারেস্ট সিরিজ!
তিনি এই বাংলাদেশেরই সন্তান
মুসা ইব্রাহীমের অর্জন বাংলাদেশেরই অর্জন। তাকে নিয়ে যে অনাবশ্যক বিতর্কটি শুরু হয়েছিল, তা আমাদের সবার জন্যই লজ্জা ও দুঃখজনক। আসলে মুসার প্রতি বিস্তর অবিচার আমরা সবাই মিলে ইতিমধ্যে করে ফেলেছি।
কী পরিমাণ মানসিক যন্ত্রণা তার ওপর দিয়ে গেছে, তার একটি ছোট্ট নমুনা এখানে দিতে পারি। গভীর রাতে মুসার কাছে এসএমএস আসে, তুই একটা শয়তান। স্টেডিয়ামে তোর ফাঁসি দেখতে চাই। এতো কষ্ট, এতো যন্ত্রণা- মুসার বোধহয় প্রাপ্য ছিল না।
মুসা ইব্রাহীম, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশী, আমাদের দীনতাকে ক্ষমা করবেন।
আপনাকে পুনর্বার অভিনন্দন!
একনজরে মুসা ইব্রাহীম
উইকিপিডিয়ায় মুসা ইব্রাহীম : ইংরেজি | বাংলা
মুসা ইব্রাহীম এর বাংলা ব্লগ
মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় : বিদেশী সংবাদমাধ্যমে
এএফপি | বিবিসি | ডয়চে ভেলে ১ | ডয়চে ভেলে ২ | ডয়চে ভেলে ৩ | ডয়চে ভেলে ৪ | দি হিন্দু | দি ডন | ইয়াহু নিউজ | এমএসএন | জি নিউজ | জিমবায়ো নিউজ | নিউজ টোয়েন্টিফোর | মিড ডে ডটকম | SMUCT
মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় : বাংলাদেশের সংবাদমাধ্যমে
প্রথম আলো ১ | প্রথম আলো ২ | প্রথম আলো ৩ | প্রথম আলো ৪ | প্রথম আলো ৫
প্রথম আলো ৬ | প্রথম আলো ৭ | ডেইলি স্টার ১ | ডেইলি স্টার ২
ইত্তেফাক | আমাদের সময় | ডেইলি নিউএজ | ফিনান্সিয়াল এক্সপ্রেস | বিডিনিউজ ১ | বিডিনিউজ ২ | বিডিনিউজ ৩ | ভোরের কাগজ | বাংলা ওয়ার্ল্ড | ট্রুলি বাংলাদেশ
তাজাখবর
মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় : দেশী-বিদেশী ফোরামে
এক্সপ্লোরার ওয়েব-১ | এক্সপ্লোরার ওয়েব-২ | ডিফেন্স ফোরাম | কেওকারাডং
মুসা ইব্রাহীমের অডিও সাক্ষাৎকার
পর্ব : ১ | পর্ব : ২ | পর্ব : ৩ | পর্ব : ৪ | পর্ব : ৫
টেলিভিশন সাক্ষাৎকার
দেশ টিভির মুখোমুখি মুসা ইব্রাহীম
মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় : বাংলা ব্লগমণ্ডলে
অবশেষে বাংলাদেশের এভারেস্ট জয়!!
মুসা ইব্রাহীম- ‘বাংলা ভুতের’ প্রথম সাক্ষাতকার
মুসা ই কি প্রথম বাংলাদেশি?
মুসা ইব্রাহিমের এভারেস্ট সামিটের ছবি
ফ্লিকারে মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের ছবি
বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১
বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ২
নেভারেস্ট এবং একজন ব্রেনডন ও'ম্যাহনি
মুসা ইব্রাহিমের ছবিগুলো
প্রায়নেভারেস্ট পোস্ট: মুসা ইব্রাহীমের এভারেস্টের ছবি সম্পর্কে বিশ্লেষণ
আবারও অভিনন্দন মুসা ইব্রাহিমকে
যে বুদ্ধের মূর্তি আমরা কখনই দেখবো না
মুসা ইব্রাহীম-এর এভারেস্ট জয়, বিতর্ক, বাস্তবতা ও বিবিধ...
মুসা ইব্রাহীমের 'সাগর মাতা' জয় নিয়ে সৃষ্ট সংশয় ও কিছু বিশ্লেষন
মুসা ইব্রাহীম সংক্রান্ত পোস্ট এবং অনুসিদ্ধান্ত
মুসা ইব্রাহিম ইস্যুতে আমাদের ডাকসাইটে ব্লগারদের বিতর্ক সংস্কৃতির বেহাল দশা
টুকরো-টাকরা ৩
মুসা বিষয়ে মিথ্যাচার করে আমরা কি নিজেরাই নিজেদের ছোট করছি না?
মুসা এভারেস্টে উঠবার আগে ও পরে যা যা করতে পারতো
মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় এবং একজনের অভিজ্ঞতা
সজল খালেদ বনাম মুসা ইব্রাহিম
অভিনন্দন মুসা, অভিনন্দন ব্রেন্ডন, অভিনন্দন জলদস্যু
হাই ইস্পিড ইন্টারনেট দিয়াও হিমালয় থিকা কাউরে নামানো গেল না!
এক্সট্রা লার্জ ফুটোস্কোপিক সচিত্র অডিওভিস্যুয়াল ডিজিটাল রুপকথা
নেভারেস্ট বাংলা ব্লগের একটি দুষ্টক্ষত
হোয়াই হিমু গং এট রেস্ট ০
প্রসঙ্গ: মুসা ইব্রাহীম । ব্লগারদের বিভ্রান্তকর। প্রয়োজন হিমুর সুরতহাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।