এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
গতকাল ১৩ই অক্টোবর বুধবার থেকে শুরু হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনের এই উৎসব। শেষ হবে ১৭ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
দুর্গাপূজাকে ঘিরে দেশ বিদেশে এখন উৎসবের আমেজ। পূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন চলছে।
পুরাণের মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে তিনি এ পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যুদ্ধযাত্রার আগে শ্রী রামচন্দ্র দেবী পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবস্যা তিথিতে।
এ জন্যই দেবীর শরৎকালের এ পূজাকে হিন্দুমতে অকাল বোধনও বলা হয়। সনাতন বিশ্বাস মতে, দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন।
যার ফল মড়ক। স্বর্গালোকে বিদায় নেবেন গজে (হাতি) চড়ে। যার ফল বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। । শারদীয় দুর্গাপূজা উৎসবের এই প্রাক্কালে আমার পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।