আমাদের কথা খুঁজে নিন

   

আন্তঃধর্ম সংলাপ – ২

O Allah! Please lead me from unreal to The Reality!!

বিসমিল্লাহির রাহমানির রাহিম আস সালামু ‘আলাইকুম [লেখাটি পুরানো, আগে অন্য ব্লগে প্রকাশিত। পূর্ব প্রকাশিতের পর...........] পশ্চিমা বিশ্বের বস্তুবাদী নাস্তিকরা, তাদের বিশ্বাস হারিয়ে এখন অন্তঃসারশূন্যতার এমন এক পর্যায়ে উপনীত হয়েছে যে, ডুবন্ত মানুষের মত যে, কোন খড়কুটা দেখলেই, তা আঁকড়ে ধরে ভেসে থাকার জন্য হাত বাড়াতে দ্বিধাবোধ করে না তারা ৷ যুক্তরাষ্ট্রের বা যুক্তরাজ্যের বইয়ের দোকানে তাই তান্ত্রিক যৌনলীলা থেকে শুরু করে “লর্ড শিবার” গুণকীর্তন করা বইয়ের ছড়া-ছড়ি ৷ যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলের খবরে দেখছিলাম: হিন্দুদের দ্বারা পরিচালিত একটি স্কুলে, তারা যে শিক্ষককে “নমস্তে” বলে সম্বোধন করে ক্লাস শুরু করে থাকে – এই ধারণাটা ঐ অঙ্গরাজ্যের শিক্ষা কর্তৃপক্ষের খুব মনে ধরেছে – তারা অন্যান্য স্কুলেও ঐ অভিবাদন রীতি চালু করার কথা ভাবছে ৷ “ডমিনেন্ট কালচারের” দাবিদার ‘সাদা-চামড়া’ বস্তুবাদী অবিশ্বাসীদের কি করুণ পরিণতি – তথাকথিত "উন্নত ধর্ম" থেকে আগত আমেরিকানদের কাছে, যিশু খৃষ্টের শিক্ষার চেয়ে পৌত্তলিকদের “নমস্তে” এখন অধিকতর মানবিক ও মধুর বলে বোধ হচেছ – অথচ, স্বাভাবিকভাবে আহলে কিতাব হিসেবে, মুসলিমদের অতুলনীয় সুন্দর “আস সালামু ‘আলাইকুম” সম্বোধন তাদের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবকি ছিল ৷ যাহোক, বিশ্বাস হারানোদের একটা কিছু বিশ্বাস করার চেষ্টা করলেই কি আর না করলেই বা কি? কিন্তু আমাদের – নিজেদের চারদিকে জ্ঞান ও যুক্তিভিত্তিক বিশ্বাসের সুকঠিন রক্ষাব্যূহ তৈরি করা উচিত ৷ তা নাহলে আমরা শয়তান প্ররোচিত কুফ্‌রির ফাঁদে সহজেই পা দিতে পারি ৷ ইতিহাস প্রসিদ্ধ অনেক মুসলিম ব্যক্তিই এ ধরনের ফাঁদে পা দিয়েছেন এবং শেষ পর্যন্ত বস্তুত বা কার্যত কাফির হিসাবে তাদের জীবনের অবসান হয়েছে ৷ যুক্তরাষ্ট্রের একটা বইয়ের দোকানে দেখলাম হিন্দুদের লেখা একটি বই “Many forms of the formless”৷ কথাটা শুনতে খুব দার্শনিক একটা মেজাজের আভাস পাওয়া যায় ৷ কিন্তু মুসলিম ‘আকীদার দৃষ্টিকোণ থেকে ব্যপারটা নির্ভেজাল কুফ্‌রি ৷ গরু, নদী, কুমারী ইত্যাদি নানা রূপের ভিতর অরূপ “ভগবানের” রূপ নিহিত – সুতরাং কেউ যখন গরুর পূজো করছে, তখন সে আসলে গরুর মাঝে ‘নিহিত’ ভগবানের পূজো করছে – যুক্তিটা অনেকটা এই রকম ৷ বলা আবশ্যক যে, মক্কার কাফির ও মুশরিকদের যুক্তিও এরকমই ছিল – নানা “demi god” এবং “petty god”এর মধ্যস্থতায়, আসলে আল্লাহরই উপাসনা করছে বলেই তারা মনে করতো ৷ অথচ, মুহাম্মদ(সা.) কি তাদের সাথে এ ব্যপারে কোন “সংলাপে” গিয়েছেন? কোন সমঝোতায় পৌঁছেছেন?? না মোটেই না, বরং এই একটি পয়েন্টেই সত্যিকার অর্থে মক্কার কাফিরদের সাথে তাঁর সংঘাত ঘনীভূত হয় – মক্কার কাফির মুশরিকরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচিছল যে, আমাদের দ্বীনের মূলমন্ত্র বা সারকথা যে একটি বাক্যে সংকুচিত, সেই বাক্য অর্থাৎ “লা ইলাহা ইল্লাল্লাহ্‌” মেনে নিলে, তাদের স্বপ্নের কাবা-ভিত্তিক পৌত্তলিকতার মিথ্যা স্বর্গরাজ্য ধবসে পড়বে ৷ এই একটা ব্যাপারে কোন সংলাপ নয়, কোন লেনদেন নয় বা কোন সমঝোতা হবার নয় – এ কথাটা বলতেই ঐ বিখ্যাত আয়াত “লাকুম দ্বীনুকুম ওয়াল ইয়া দ্বীন” নাজিল হয়েছে ৷ অথচ, অজ্ঞতাবশত আমাদের দেশের মূর্খ রাজনীতিবিদ থেকে শুরু করে “সংস্কৃতমনা” নির্লজ্জ নারী ব্যক্তিত্বকেও, এই আয়াতটিকে ঠিক উল্টোভাবে ব্যবহার করে, আন্তঃধর্ম প্রেমের বাণী ছড়াতে এবং ধর্মের ভিতরে সকল বিচ্যুত ব্যক্তিদের স্থান সংকুলান করার চেষ্টা করতে দেখা যায় ৷ পশ্চিমা দেশে হালে “আন্তঃধর্ম সংলাপ” (বা interfaith dialogue) বলে একটা কথা বেশ ঘন ঘন খবরের কাগজ বা গণমাধ্যমে দেখা যায় ৷ আমি বুঝি না মুসলিমরা কি করে ‘কোন ধর্মীয় ব্যাপারে’ বিধর্মীদের সাথে আন্তঃধর্ম সংলাপে যেতে পারে ৷ হ্যাঁ, অমুসলিম দেশে বসবাস করার জন্য মুসলিমদের উপরে আল্লাহর যে লা’নত রয়েছে (দেখুন: পবিত্র কুর’আন, সূরা নিসা, ৪:৯৭), তার স্বাভাবিক ফলশ্রুতিতে সামাজিক পর্যায়ে অনেক ধরনের লেনদেনের জন্য বা দর কষাকষির জন্য হয়তো অন্য ধর্মাবলম্বীদের সাথে আলোচনায় বসতে হতে পারে – যেমন ধরুন, কোন একটি মসজিদ প্রতিষ্ঠার কাজ যে ঐ লোকালয়ের অন্য ধর্মাবলম্বীদের জন্য পরিবেশ দূষণকারী কোন ব্যাপার হবে না, এ ব্যাপারে বিধর্মীদের আশ্বস্ত করার জন্য আন্তঃধর্ম আলোচনার প্রয়োজন দেখা দিতে পারে ৷ কিন্তু আমরা কি বিশ্বাস করবো, কি করবো না, বা আমাদের ‘আকীদা বা বিশ্বাসের কতটুকু আন্তঃধর্ম সুসম্পর্কের খাতিরে জলাঞ্জলি দেওয়া যেতে পারে, তা নিয়ে (অন্য কোন ধর্মাবলম্বীরা আলোচনায় যেতে পারলেও) মুসলিম থাকা অবস্থায় – অর্থাৎ মুসলিমত্ব অক্ষত রেখে – ঐ ধরনের কোন আলোচনায় যাবার কোন অবকাশ আমাদের নেই ৷ সুতরাং, এধরনের কোন প্রেম-প্রীতি বর্ধক আয়োজনের ফাঁদে পা দেবার আগে, আমাদের অত্যন্ত সাবধানতা সহকারে ঐ আয়োজনের আদ্যোপান্ত বিচার করা উচিত ৷ নিউ ইয়র্ক থেকে প্রকাশিত “সাপ্তাহিক বাঙালী” পত্রিকার ১৩ জুন ২০০৪ সংখায়, ‘প্রবাসে বাঙালী’ নামক পাতায় একটা খবরের শিরোনাম ছিল “ব্রুকলীনে মুসলমান-ইহুদী-খৃস্টানদের ভ্রাতৃত্বপূর্ণ অনুষ্ঠান” ৷ পত্রিকায় লেখা হয়: ”দ্য ফার্স্ট এ্যানুয়েল চিল্ড্রেন অফ আব্রাহাম পিসওয়াক” অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয় গত ১১ জুন ব্রুকলীনের ম্যাকডোনাল্ড এভেন্যুর উপর বায়তুল জান্নাত মসজিদ প্রাঙ্গণে (আনন্দটা কি জন্য তা অবশ্য আমি বুঝিনি – ইহুদী খৃস্টানদের কাছে সারা পৃথিবীর মুসলমানদের নিগৃহীত হবার শতবর্ষপূর্তি উপলক্ষে কি-না কে জানে?) তাদের শ্লোগান বা বক্তব্য ছিল ‘সকলের জন্য শান্তি’ ৷ বিচার সকলের জন্য সমান হওয়া চাই (যেন মুসলিমদের প্রবল আপত্তির কারণেই যুক্তরাষ্ট্রের ক্ষমতাশীল গোষ্ঠী প্যালেস্টাইন ও ইরাক সহ গোটা মুসলিম বিশ্বের প্রতি সুবিচার করতে পারেনি) ৷ আর কোন যুদ্ধ নয় ৷ জাতিগত বা ধর্মীয় কারণে কাউকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা চলবে না ৷… আমরা যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি চাই … আমরা বিভিন্ন জাতিতে, বিভিন্ন ধর্মে জন্ম নিলেও আমাদের পথ একটাই – আর তা হলো শান্তি ৷..”. উপর্যুক্ত উক্তির শেষ লাইনটিই হচেছ সবচেয়ে ভয়ঙ্কর! না, শান্তি চাওয়াটা ভয়ঙ্কর কিছু নয় ৷ একটা ব্যাপার বুঝতে হবে – মুসলিমরা গত দুই তিন শতাব্দীর সকল অশান্তির বা দুর্যোগের নির্যাতিত/নিগৃহীত পক্ষ, বঞ্চিত পক্ষ – অক্ষম পক্ষ (ইংরেজীতে যাকে বলা হয় receiving end) ৷ আমরা শান্তি চাইলাম কি না তাতে কিছু এসে যায় না – অলমার্ট বা নাথানইয়াহুকে শান্তি চাইতে হবে – ডোনাল্ড রামসফিল্ড বা রবার্ট গেটসকে শান্তি চাইতে হবে ৷ সে যাহোক, শান্তির কথা বলাটাও মুসলিমদের জন্য একটা নিস্ফল অপচয় ও অর্থহীন বাক্য ব্যয় ৷ ইহুদী ও খৃস্টানদের সাথে মুসলিমদের পথ ”এক” হতে পারে কেবল একটি মাত্র উপায়ে – মুসলিমরা যদি তাদের নিজেদের দ্বীন ত্যাগ করে তবেই ৷ কোর্টে গিয়ে এফিডেবিট করে নিজের দ্বীন পরিত্যাগ না করলেও, সামাজিক পর্যায়ে ও সাংস্কৃতিক বলয়ে তারা যে নিজেদের way of life বা ‘দ্বীন’ ত্যাগ করে ’ডমিনেন্ট কালচারের’ কাছে আত্মসমর্পণ করেই চলেছে, সেটা সাধারণভাবে সারা দুনিয়ার মুসলিমদের, আর বিশেষভাবে কুফ্‌ফারের স্বর্গে বসবাস করে ’নির্বাণ’ লাভকারী মুসলিমদের জীবনযাত্রা দেখলেই বোঝা যায় ৷ সংস্কারবশত তাদের মাঝে দ্বীনের যেটুকু অবশিষ্ট রয়ে গেছে, সেটুকুতে ছাড় দিলে “আমাদের একটাই পথ” কথাটা সার্থকভাবে প্রমাণিত হতে পারে ৷ আসুন আন্তঃধর্ম প্রেম সম্বন্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল (সা.) কি বলেন, আমরা একটু ভেবে দেখি ৷ পবিত্র কুর’আনের অনেক আয়াতেই বিধর্মীদের ফন্দি-ফিকিরের ফাঁদে পা দেওয়ার ব্যাপারে আমাদের সাবধান করা হয়েছে৷ ৩:৮৫, ৩:১০০, ৩:১১৮, ৪:১৪০, ৫:৫১ এবং ৪:১৪৪ হচেছ এমন কয়েকটি আয়াত ৷ এর দুই একটি চলুন আমরা একটু পড়ে দেখি: হে ঈমানদারগণ! তোমরা যদি আহ্‌লে কিতাবদের কোন ফেরকার কথা মান, তাহলে ঈমান আনার পর তারা তোমাদিগকে কাফেরে পরিণত করে দেবে ৷ (সূরা আলে ইমরান, ৩:১০০) হে ঈমানদারগণ! তোমারা কাফিরদেরকে বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে ৷ তোমরা কি এমনটি করে নিজের উপর আল্লাহর প্রকাশ্য দলীল কায়েম করে দেবে? (সূরা আন্‌-নিসা, ৪:১৪৪) হে মুমিনগণ, তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না ৷ তারা একে অপরের বন্ধু ৷ তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত ৷ আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না ৷ (সূরা আল্‌-মায়েদাহ, ৫:৫১) এরপর আসুন “islam Q-A” নামক ওয়েবসাইট থেকে নেয়া একটা হাদীসের প্রসঙ্গে, যেখানে জনৈক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা লিখেছেন: Abu Dawood (2787) narrated from Samurah ibn Jundub that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whoever joins a mushrik and lives with him is like him.” [অর্থাৎ, "যে, কোন মুশরিকের সাথে যোগ দেয় এবং তার সাথে বসবাস করে, সে তারই (ঐ মুশরিকের) মত একজন”] This was also narrated by al-Haakim (2/141) with a different isnaad; his version says: “Do not live with the mushrikeen and do not join them, for whoever lives with them or joins them is not one of us.” [অর্থাৎ, "মুশরিকদের সাথে বসবাস কোর না এবং তাদের দলে যোগ দিও না, কেননা যে কেউ যদি তাদের সাথে বসবাস করে অথবা তাদের দলে যোগ দেয়, তবে সে আমাদের একজন (কেউ) নয়”] This hadeeth was classed as hasan by al-Albaani in al-Saheehah, 2330, when the two isnaads are taken together. তাহলেই দেখুন নামসর্বস্ব মুসলিম হলেও এবং দ্বীনের উপর সামান্য বিশ্বাস অবশিষ্ট থাকলেও, কুর’আন এবং আল্লাহর বিরম্নদ্ধে গিয়ে কোন মুসলিম “আমাদের পথ একটাই” বলে ’দ্বীন-ই-ইলাহী’ প্রতিষ্ঠার মতাদর্শের সাথে একমত হতে পারে না ৷ তবে বিশ্বাস হারালে বা কাফিরে পরিণত হলে তখন “সুবিধাজনক সহাবস্থানের” খাতিরে কেউ ‘দ্বীন-ই-ইলাহী’ প্রতিষ্ঠা করতে চাইতেই পারেন – সম্রাট আকবরের মত ৷ দেশের বাইরে, কর্মস্থলে আমার হিন্দুস্থানী হিন্দু সহকর্মীরা প্রায়ই গর্ব করে বলে থাকে যে, সম্রাট আকবর আসলে মনে প্রাণে হিন্দু হতে চেয়েছিলেন – তবে সংঘাত এড়াতে এবং অন্যান্য জটিলতায় জড়িয়ে পড়া এড়িয়ে যেতে, তিনি বিকল্প হিসাবে ’দ্বীন-ই-ইলাহী’ প্রতিষ্ঠা করতে প্রয়াস পান ৷ মাননীয় পাঠক, তার মানে এই নয় যে, আমরা অন্য যে কোন ধর্মাবলম্বীদের প্রতি সদা খড়গহস্ত হবো ৷ কিন্তু এটাও ঠিক যে, জাগতিক ব্যাপারে মতবিনিময় করা গেলেও, দ্বীনের ব্যাপারে আমাদের বিনিময় করার কিছুই নেই বরং ধর্মীয় পর্যায়ে সহ অবস্থান হতে পারে কেবল ‘লাকুম দ্বীনুকুম ওয়াল ইয়া দ্বীনের’ ভিত্তিতে ৷ কেননা আল্লাহ নিজেই বলেছেন: “আর কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বন করতে চায়, তবে তা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে ৷” (সূরা আলে ইমরান, ৩:৮৫)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।