আমি আমাকে খুঁজি তোমাদের মাঝে...।
জানিনা বিবেক পরিমাপ করার কোন দাড়ি পাল্লা আছে কি না। যদি থাকতো তবে একবার হলেও মেপে দেখতাম আমাদের বিবেক কতোটুকু বা আদোও আমাদের বিবেক বলে কিছু আছে কি না। হয়তো ছিলো এখন আর তাও নেই। একটি জ্বলন্ত ট্রেনের সাথে সাথে জ্বলে ছাই হয়ে গেছে আমাদের সকল বিবেক, সকল মানবিকতা।
জানি না কি অপরাধ ছিল ঐ ট্রেনের ড্রাইভার ও গার্ডম্যানের। শুধু এতোটুকু জানি কোন ড্রাইভারই চায় না যে তার ট্রেনের নিচে চাপা পরে মারা যাক নিরিহ মানুষ। কোন গার্ডম্যান চায় না তার দায়িত্বহীনতার কারনে কোন দূঘটনা ঘটুক। তবুও আমরা, মানে তথাকথিত উত্তেজিত জনতারা পিটিয়ে হত্যা করি সেই মানুষ দুজন কে।
'ধষনের পর পুড়িয়ে হত্যা ' আমাদের আদালতে এমন অপরাধের শাষ্তি মৃত্যুদ্বণ্ড।
তাহলে আমাদের সকলের মৃত্যুদ্বণ্ড হওয়া উচিত। ড্রাইভার ও গার্ডম্যান কে হত্যার সময় ধষন করেছি আমরা আমাদের বিবেক । আর ট্রেন পোড়ানোর সময় পুড়িয়ে মেরেছি আমাদের সেই ধষিত বিবেক কে। আর আমাদের রাজনৈতিক ভগবানেরা যখন লাশের উপর দাড়িয়ে কাঁদা ছোড়িছুড়ি করে তখন আমরা তাদের সহমত বলি। তাহলে আমরা সকলেই কি আপরাধী নই?
তবুও সেই ট্রেনে কাটা মানুষ গুলো তাকিয়ে থাকে আমাদের লজ্ঝিত মুখ দেখার জন্য।
কিণ্তু হায় তারা জানে না বিবেকহীনরা কখনও লজ্জিত হয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।