ইরোটিক ভাবনা-চিন্তা নিয়ে কম সময় কাটায় না যুবক-যুবতীরা। এতদিন ভাবা হতো মেয়েরা ছেলেদের তুলনায় বেশি যৌন চিন্তা করে কিন্তু সেটা ভুল বলে জানালেন মনোবিজ্ঞানীরা।
সম্প্রতি এক সমীক্ষায় স্রেফ আঁতকে উঠার মতই এমন ফলাফল জানা গেল। এল জেমসের ইরোটিক উপন্যাস ‘ফিফটি শেডস অফ গ্রে’ প্রকাশ হওয়ার পর থেকেই যুবক-যুবতীদের যৌন চিন্তার মাত্রা নিয়ে গবেষণা শুরু করেন তারা।
যদিও মনোবিজ্ঞানিরা জানিয়েছেন যৌন চিন্তার ব্যাপারটি মোটেই অস্বাভাবিক নয়।
ওহিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করা এই সমীক্ষায় মজার একটি কৌতূহলের সমাধান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৮ থেকে ২৫ বছর বয়সী ২৮৩ ছাত্র-ছাত্রীর ব্যবহার পর্যবেক্ষণ করে মনোবিজ্ঞানীরা জানান মেয়েদের তুলনায় দ্বিগুন যৌন চিন্তা করে ছেলেরা!
সমীক্ষায় আরো দেখা যায়, ছেলেরা দিনে অন্তত ৩৪ বার যৌন বিষয় নিয়ে চিন্তাভাবনা করে। আর মেয়েরা করে তার প্রায় অর্ধেক ১৮ বার। সে হিসেবে, ঘুমানোর ৮ ঘণ্টা বাদ দিলে প্রতি ২৮ মিনিটে একবার যৌনতা বিষয়ে চিন্তা করে ছেলেরা। আর মেয়েরা করে প্রতি ৫১ মিনিটে একবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।