তৃতীয় জন ৫২ বছর বয়সী হুয়ান ইলানেস উঠতে শুরু করেছেন।
অাপেডট: এই মাত্র উঠে এলেন দ্বিতীয় ব্যক্তি মারিয়ো সুপোভেলা। শুরুতে উদ্ধার অভিযানে যত সময় লাগবে বলে মনে করা হয়েছিলো বাস্তবে সময় লাগছে অর্ধেক। অর্থাৎ এক দিনে শেষ হবে।
৬৮ দিন ভূগর্ভের ৭০০ মিটার গভীরে আটকে থাকা চিলির সান জোসে স্বর্ণ ও তামা খনির ৩৩ শ্রমিকের উদ্ধার কাজ একটু আগে শুরু হয়েছে।
বিবিসি, আল জাজিরা টিভি সরাসরি দেখাচ্ছে। খনিটি কাপিয়াপুর কাছে।
আত্মীয় স্বজন আর উপস্থিত সবার হর্ষ ধ্বনির ভেতর ক্যাপসুল লিফট ফিনিক্স থেকে নামলেন (প্রথম ব্যক্তি হিসাবে) ফ্লোরেন্সিও এভালোস। তাঁকে এখনি হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। চিলির প্রেসিডেন্ট তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন।
জিএমটি ভোর ২টা ৫৫ মিনিটে লিফট ওঠা শুরু করে ১৬ মিনিট পর ৩টা ১১ মিনিটে ওপরে উঠে আসে।
বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে পৃথিবীর বুকে এক অনন্য নজীর গড়লো চিলি।
নাসার বিজ্ঞানীরা এই ক্যাপসুল লিঢট তৈরী করেছে। খনির ভেতর আটকে থাকার ১৭ দিন পর চিলি সরকার জানতে পারেন ৩৩ জন বেঁচে আছেন। তারপরই শুরু হয় এই অভূতপূর্ব উদ্ধার অভিযান।
আফগানিস্তান থেকে আনা হয় মার্কিন ড্রিলিং ইন্জিনিয়ারকে। ড্রিলিং শেষে প্রথমেই তাদের জন্য খাবারসহ বিভিন্ন জিনিস পাঠানো শুরু হয়। সমুদয় প্রস্তুতি শেষে আজ চূড়ান্ত উদ্ধার শুরু হয়। একজন একজন করে তুলে আনা হবে। প্রতিবার ক্যাপসুল লিফটের ওঠা নামায় সময় লাগবে ১ ঘন্টার মতো।
তবে মনে করা হচ্ছে ৩৩ জনকে উদ্ধার করতে লাগবে ৪৮ঘন্টা। গত ৫ আগস্ট খনিধ্বস হলে তাঁরা আটকে যান।
ওয়েল ডান চিলি। অতীতে পৃথিবীর অনেক দেশ এরকম অবস্থায় কোন উদ্ধার তৎপরতা চালায়নি। অনেক ক্ষেত্রে পানি এসে সবাইকে ডুবিয়ে ফেলে।
এখানে তেমন কিছু ঘটেনি। কারন ওরা যেখানে আটকে ছিলেন ভূমিধ্বস হয়েছেন অন্যস্তরে। পথ বন্ধ হয়ে গেলেও ওরা পানির মধ্যে তলিয়ে যাননি।
চিলির কাছে আমাদের সবার শেখার আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।