ফ্রেমে ফাগল....
সরকার সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্র বানাইতে সেভেন ওয়ান্ডার নামক এক বিদেশী কম্পানি পরিচালিত অনলাইন ভোটের মাধ্যমে সহজ বিপনন ব্যবস্থায় নামছে। এই গর্ধভ গুলা জানেনা যে, সুন্দরবন এমনিতেই একটা ক্রিটিকাল টাইম অতিক্রান্ত করতেছে, যেই টাইমে বেশির ভাগ বন্য প্রানী বিলু্প্তির পথে। এই মুহুর্তে পর্যটনের চাইতে সুন্দরবনে বন্যপ্রানী ও প্রাকৃতিক গাছপালা সংরক্ষন বেশী জরুরী। ন্যাচার কনজার্ভেশনের দিকে না যাইয়া উল্টা ওই এলাকাতে বেশি ট্যুরিষ্টদের আনাগোনা বাড়াইলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হবে, বন্যপ্রানীগুলার অস্তিত্ব বিপন্ন হবে, পরে আর ট্যুরিস্ট আসবেনা। এমনেই গ্লোবাল ক্লাইমেট চেন্জ এর কারনে আমাদের আবহাওয়ার কোন ঠিক ঠিক-ঠিকানা নাই তার উপরে এইসবের কোন মানে হয় না।
আমি সামহয়ারের সবাইর দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা এর প্রতিবাদ করেন প্লীজ। সময় এখনও হাতে আছে। আর এরশাদের ভাইয়ের পদত্যাগ ও দাবী করতে পারি আমরা, অমাননীয় এই ফাউল মন্ত্রী জি এম কাদেরের কোন কাজই হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।