পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
মিশরের নীলনদের একটু দুরে মরুভুমির মাঝে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম আশ্চর্য পিরামিড
পিরামিডের সামনে আমি ও আমার স্বামী
স্ফিংকস ৫৭ মিটার লম্বা ২০মিটার উচু এই অর্ধমানব অর্ধ সিংহের ভাস্কর্যটি প্রাচীন এবং বর্তমান যুগেও মিশরের জাতীয় প্রতীক হিসেবে চিন্হিত।
উটের পিঠে আমি এক প্রস্হ চিৎকার ও কান্নাকাটির পর সাহস ফিরে পেয়ে
গাইডের পিড়াপীড়িতে মিশরের বিখ্যাত পোজ পিরামিড ও স্ফিংকসের সামনে।
আমাদের ইজিপশিয়ান গাইডের সাথে
মিশরের বিখ্যাত নীলনদেরএকটি ব্রীজের উপরে দাড়িয়ে আমি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।