টিভি দেখাটা কমাতে হবে। বিদ্যুত সাশ্রয় হবে।
আজকে ১১-১০-১০ তারিখ। এটা কি বাইনারী এর ১,০ এর মধ্যে পড়ে না?
গতকাল খামাকা মানুষজন ১০-১০-১০ নিয়ে এতও চিল্লাফাল্লা করল কেন?
প্রত্যেকটা দিনই তো একই। গতকালের দিনটার বিশেষ কোনো মাহাত্ম আছে কি?
ক্যালেন্ডার খুজে দেখলে প্রত্যেক বছর না হোক, কয়েক বছর পর পর হলেও কোনো না কোনো এই রকম অন্তমিল পাবেন।
কেউ কেউ বলবেন ১০০ বছর, ১০০০ বছর পর এই রকম দিন আবার আসবে। তাতে কি? তাই বলে আজকের দিনটা বিশেষায়িত কিছু তো না।
পেপার গুলো বিশেষ সংখ্যা বের করেছে এটা নিয়ে।
খামাকা, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে তো, পত্রিকার পাতা ভরতি করতে হবে তো।
ব্লগে একটা লিখা লিখতে হবে, তাই ১০-১০-১০ কে নিয়ে লিখছে।
(বলতে পারেন,আমি ও সেই রকম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।