আমাদের কথা খুঁজে নিন

   

I don't care if I fall as long as someone else picks up my gun and keeps on shooting.

তোমারও কি এমন হয়,মনে!

গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বলেছিলেন যে,তিনি ‘চে’ কে নিয়ে হাজার বছর ধরে হাজার হাজার পৃষ্ঠা লিখতে পারবেন। এই উক্তিটা থেকে আমরা একটা ব্যাপার নিশ্চয়ই বলতে পারি যে আর্নেস্তোর জীবনের প্রতিটা ক্ষুদ্র বিষয়ই বিস্তৃত আলোচনার দাবি রাখে(‘চে’ কে নিয়ে সারা পৃথিবী জুড়েই বিস্তর লেখালেখি,আলোচনা এবং অন্য অনেক ধরনের কর্মতৎপরতা সেটারই প্রমাণ,শুধু ‘ ‘চে’ একটা বুর্জোয়া পণ্যতে পরিণত হচ্ছে ’ বলে এসব আবেগের স্ফুরণকে এক ফুৎকারে উড়িয়ে দেওয়া যায়না। ) বেশ কিছুদিন আগে আমি চে গুয়েভারা’র মোটামুটি অপ্রচলিত একটা ছবি দিয়ে কিছু টিশার্ট ডিজাইন করেছিলাম। যখন বন্ধুরা অনেকেই সেই টিশার্ট পড়ে ঘুরে বেরাচ্ছি তখন অনেকেই বেশ কিছু মন্তব্যযুক্ত প্রশ্ন করেছিল,যা সারা পৃথিবীতেই চে সম্পর্কে অজ্ঞ মানুষদের ক্ষেত্রে সাধারণ হিসাবে বিবেচ্য। বেসিক এই ব্যাপারগুলো জানার মাধ্যমেই হয়ত কেউ মহান আদর্শের রাজপথে যাত্রা শুরু করতে পারে।

চে গুয়েভারা কে নিয়ে এত লাফালাফি’র কি আছে?আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশেই এরকম আত্নত্যাগকারি নেতা বা যোদ্ধা আছে,তবে কেন ‘চে’?আমরা ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করতে পারি, অনেকেই হয়ত দেশের গন্ডি ছাড়িয়ে পৃথিবীকে মুক্ত করতে চেয়েছে কিন্তু আর কেউ এই সংগ্রামে তার মত আত্নত্যাগ করে অংশগ্রহণ করেনি। সাইমন বলিভার সহ অনেকের নামই এক্ষেত্রে তুলনার জন্য আনা যায়,কিন্তু মানুষের মন বড় অদ্ভুত জিনিশ এবং, জনপ্রিয়তা এবং আবেগ কোন যুক্তির থোড়াই কেয়ার করে। তাকে অনন্য বলার আর একটা দিক আমরা তার একটা উক্তি থেকেই পেতে পারি, “I don't care if I fall as long as someone else picks up my gun and keeps on shooting.” আপনি এরকম কতজনকে দেখাতে পারবেন? আর্নেস্তো’র লেখা,ছবি,ভাবমুর্তি নিয়ে বিভিন্ন প্রকাশনা,টিশার্ট,মুভি এবং এক্সেসরিজ বানিয়ে বুর্জোয়ারা ব্যাবসা করেছে,তাকেও একটা লাভজনক পণ্য বানিয়ে ছেড়েছে। মিউজিক স্টুডিও,নাইট ক্লাব এমনকি অনেক প্রতিষ্ঠান চে যার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে গেছেন সেখানেও চে’র ছবি দিয়ে দেয়াল সাজিয়ে রাখা আছে,অসংখ্য মানুষ তার ছবি সংবলিত টিশার্ট তার সম্পর্কে বিন্দুমাত্র কিছু না জেনেই পরছে,তার একটা ঐশ্বরিক ভাবমুর্তি তৈরি করে আদর্শকে কৌশলে অকার্যকর করার আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু এত ব্যাবহারেও চে নামটি ম্লান নয়,তার বিশ্বাস এবং কর্মকান্ডের মতই ভাস্বর।

আমাদের আসলে রোল মডেল বা আদর্শ মানবের খুবই অভাব। আমাদের এমন মানুষের খুবই অভাব যাদেরকে আমরা অনুসরণ করতে পারি। বিশেষ বিষয়ে পারদর্শী এমনকি তথাকথিত মহাপুরুষেরও অভাব নেই,কিন্তু বাস্তব জীবনে অনুসরণযোগ্য?সমাধান দিয়েছেন ফিদেল কাস্ত্রো,‘ If we want to know how we want our children to be we should say, with all our revolutionary mind and heart: We want them to be like Che। ’ এটা কাস্ত্রো বলেছিলেন ১৮ই অক্টোবর,১৯৬৭ তে;চে’র মৃত্যুর মাত্র ৯ দিন পরেই। আজ ৯ অক্টোবর ২০১০,এই ৪৩ বছর পরও কথাটা সমানভাবে সত্যি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।