আমাদের কথা খুঁজে নিন

   

সর্ববৃহৎ ইসলামিক ইলেক্ট্রনিক লাইব্রেরী “আল মাক্তাবা এ শামেলার” অসীম জ্ঞানভাণ্ডারে সবাইকে স্বাগতম

জ্ঞান পিপাসু মুসলমান ভাইগণ এবং আলেমগণের জন্য এবার উন্মোচিত হয়েছে অসীম জ্ঞানভাণ্ডার। প্রায় ১৫,০০০ দুষ্প্রাপ্য ইসলামিক আরবি কিতাবের সমন্বয়ে “আল মাক্তাবা এ শামেলা” নামক এই ডিজিটাল লাইব্রেরিটি সত্যিই একটি সীমাহীন জ্ঞানভাণ্ডার যেটি ইলমের তীব্র পিপাসুদের সম্পূর্ণভাবে চাহিদা মেটাবে।
এই লাইব্রেরি টি অত্যন্ত সুবিস্তৃত  ও সুবিন্যস্ত। এতে রয়েছে সৌদি আরব সহ আরব বিশ্বের বিখ্যাত আলেম, গবেষক, ইসলামি চিন্তাবিদ ও শিক্ষকগণ কতৃক রচিত নতুন ও পুরানো এমন কি শত বছরের পুরানো দুষ্প্রাপ্য কিতাব যা কারও পক্ষে সংগ্রহ করা অসম্ভব বলা যায়।

এতে রয়েছে অফুরন্ত ইসলামী জ্ঞান যা একজন জ্ঞান পিপাসু কে গভীর থেকে গভীরতর জ্ঞানের সন্ধান দেবে।

এতে শত শত বিষয় এর ইসলামিক কিতাব রয়েছে যার সবগুলো এখানে উল্লেখ করা সম্ভব নয়। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলঃ
এছাড়াও রয়েছে ভিন্ন ভিন্ন বিষয়ে আরও অসংখ্য দুষ্প্রাপ্য গ্রন্থ।
আরবি ভাষায় রচিত এসব গ্রন্থের অনেকগুলোর ৮০টি পর্যন্ত খণ্ড রয়েছে।
১. এটিতে পাবেন প্রায় ১৫,০০০ ইসলামিক দুষ্প্রাপ্য আরবি কিতাব যা অন্য কোথাও পাবেন না।
২. এটিতে রয়েছে আয়াত বা কাঙ্ক্ষিত বাক্য দিয়ে সার্চ দেওয়ার সুবিধা।

সার্চ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজতে পারবেন। সার্চ দিলেই তথ্য টি কোন কিতাবে রয়েছে তার নাম, পৃষ্ঠা ও খণ্ড নাম্বার সহ চলে আসবে। তাই আপনাকে আর কাগজের বইয়ের পাতা উল্টে উল্টে কষ্ট করে তথ্য খুঁজতে হবে না। এটিকে তাই ইসলামিক জ্ঞানকোষ বলা যায়।
৩. আপনি যদি ইসলামের কোন বিষয়ে কোন লেখা লিখেন তাহলে আপনার লেখায় অনেক উদ্বৃত্তি সংযোজন করতে হতে পারে, যেগুলো সংগ্রহ করা এবং লেখায় সংযোজন করা অনেক পরিশ্রম ও সময় সাপেক্ষ ব্যাপার।


কিন্তু এই ব্যাপারে সীমাহীন সহায়তা পাবেন এই লাইব্রেরি থেকে। আপনি এখান থেকে যেকোনো তথ্য সরাসরি কপি করে আপনার লেখায় পেস্ট করতে পারবেন। আপনাকে কষ্ট করে লিখতেও হবে না।
৪. এটিকে আপনি নির্দ্বিধায় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবেন। কারণ এতে যেসব কিতাব রয়েছে তা রচনা করেছেন অত্যন্ত উচ্চমার্গের জ্ঞানসম্পন্ন আলেম, গবেষক ও শিক্ষকগণ।


৫. এটির মাধ্যমে আপনি সহজেই নিজের ইলম প্রচার করতে পারবেন এবং নির্ভুল ইসলামী জ্ঞান হাসিল করতে পারবেন।
এই লাইব্রেরীর সবগুলো বই যদি পুস্তক আকারে কিনতে চান তাহলে কোটি টাকার কাছাকাছি দাম পড়বে। আর এই ডিজিটাল লাইব্রেরীর সৌদি আরব মূল্য অর্থাৎ এটির প্রস্তুতকারক কোম্পানির (Shamela.ws) প্রকাশিত ডিভিডি মূল্য হচ্ছে তিন হাজার (৩,০০০) রিয়াল। যা সাধারণ মানুষের নাগালের বাইরে।
এটি আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

টরেন্ট এ এই ফাইল টির জিপ করা সাইজ ৬ জিবি। তবে সিড ও লিছ ০০ থাকায় নামাতে অনেক কষ্ট হবে। লিঙ্ক(http://kickass.to/library-shamela-arab-inside-a-book-in-15015-t1990630.html) আমার নামাতে প্রায় ৩ মাস লেগেছিল। যারা নামাতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করলে আমি ডিভিডি রাইট করে পাঠাতে পারি। আমার সাইট থেকে আরও বিস্তারিত জানতে পারবেন।


দয়া করে এটিকে কেউ বিজ্ঞাপন মূলক পোস্ট ভাববেন না। কারণ এটি অত্যন্ত দুষ্প্রাপ্য একটি জিনিস। এটি নিজের সংগ্রহে রাখতে পারাই বিশাল ব্যাপার। আশা করি সবাই এটির মূল্য বুঝবেন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৭৭ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.