গোলাম মওলা: ইসলামী ব্যাংকের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামী ফাউন্ডেশনকে ব্যবহার করে কিছুসংখ্যক ব্যক্তি ইসলামী ব্যাংক ব্যবস্থা ও ইসলামী ব্যাংকসমূহের বিরুদ্ধে খন্ডিত, তথ্যশূন্য, বিদ্বেষমূলক ও যুক্তিহীন ভাবোদগার করে এদেশের ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। এতে আরো বলা হয়, শুধু মুসলিম রাষ্ট্র নয়, অমুসলিম রাষ্ট্রগুলোতেও ইসলামী ব্যাংকব্যবস্থা সমাদৃত ও স্বীকৃত হয়ে প্রতিষ্ঠিত ব্যাংক ব্যবস্থায় রূপ নিয়েছে। গ্রাহকদের আগ্রহ, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ঘটেছে এর প্রসার। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও রেগুলেটরি কর্তৃপক্ষসহ বিধিবদ্ধ নীরিক্ষক ও ক্রেডিট রেটিং এজেন্সির নিয়মিত প্রত্যক্ষ পর্যবেক্ষণাধীন রয়েছে ইসলামী ব্যাংকগুলোতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।