সত্য ও সুন্দরের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে ৩১৮...
বাল্যবিবাহ রোধে বিয়ের সময় কনের জন্মনিবন্ধন সনদ দেখে বয়স পরীক্ষা করতে নিকাহ্ রেজিস্ট্রারদের (কাজি) প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ কুমিল্লার চৌদ্দগ্রামের নিকাহ্ রেজিস্ট্রার মো. আবুল হোসেনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।
বয়স পরীক্ষা না করে অপ্রাপ্তবয়স্ক এক কনের বিয়ে দেওয়ার অভিযোগে গত ১৮ মে আইন মন্ত্রণালয় আবুল হোসেনের লাইসেন্স বাতিল করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি গত ৭ জুন হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে তাঁর রিট আবেদনটি খারিজ করে দেন।
নিকাহ রেজিস্ট্রারের রিট আবেদনটি খারিজ করে তাঁর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। আর কনের বয়স পরীক্ষা করেই নিকাহ রেজিস্ট্রারদের বিয়ে রেজিস্ট্রি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের পর সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে রোধে কনের বয়স পরীক্ষা করার জন্য কাজিদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তথ্যসূত্র: কালের কণ্ঠ ০৮ অক্টোবর ২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।