প্রেম ছিল, আশা ছিল
বিয়ের প্রথম বছরে স্বামী বলে স্ত্রী শোনে, দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে এবং তৃতীয় বছর দুজনেই বলে শোনে প্রতিবেশীরা । বিয়ের আগে যে মুখে বলে-তোমারেই করিয়াছি জীবনের ধ্র“বতারা কিছুদিন পর ঐ মুখে -জেনে শুনে বিষ করেছি পান। পার্থক্যটা শুধু সময়ের..
বিয়ের আগেঃ
মদনকুমার: বড়জোর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি
ফুলবানূ: তুমি কি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ?
মদনকুমার: না এটা আমি কখনই ভাবিনা
ফুলবানূ: তুমি কি আমাকে ভালোবাস?
মদনকুমার: অবশ্যই!
ফুলবানূ: তুমি কি কখনও আমার সাথে প্রতারণা করেছো?
মদনকুমার: না। তুমি এসব কেন জিজ্ঞাসা করছো?
ফুলবানূ: তুমি কি আমাকে আদর করবে?
মদনকুমার: যখন সুযোগ পাব তখনই
ফুলবানূ: তুমি কি কখনও আমাকে ব্যথা দেবে?
মদনকুমার: তুমি কি উন্মাদ হয়ে যাচ্ছো?
ফুলবানূ: আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি?
মদনকুমার: হ্যাঁ
ফুলবানূ: প্রিয়তম !
বিয়ের পরেঃ
একই সংলাপ, নিচ থেকে পড়তে পড়তে উপরে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।