ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ মের পরীক্ষাগুলো আগামী ১৮ মে শনিবার নেয়া হবে।
সকালের পরীক্ষা সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে।
এ নিয়ে হরতালের কারণে সাত দিনে এইচএসসি ও সমমানের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।
মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে সকালে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং বিকালে সংস্কৃত দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা মো. কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়ায় মঙ্গলবার এই হরতাল ডেকেছে দলটি। একই কারণে রোববারও তারা সারা দেশে হরতাল করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।