আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি ফ্রি শিরোনামে:-একটা আবেগীয়.কোপ্তে

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্

সক্কাল থেইক্কা গুরুম গুরুম চইলতেছে অঝোর ধারায়, . ম্যালা দিন পরে অন্ধকার থেইক্কা উকি দিয়া নেটে বসতেই হাত টা নিশপিশ কইরতে আছে! . দুস্টজনেরা কয় নাই কাজ তো খই ভাজ! কেউ কি জানেন নেটে বইসা খই ভাজে কেমতে? . ব্যাপক মাথা চুলকানীর ইমু~~~~~~~~~~~~~~~~~~~. . . . . . ফ্রি ফ্রি শিরোনামে:-একটা আবেগীয়.কোপ্তে নাম না জানা কিরাম জানি বিচিত্র এক অন্য অনুভুতি কেউ বলে এটা নাকি 'ভালুবাসা', বুকের ভিতরটায় আচমকা যখন-তখন নাড়া দিয়ে যাওয়া এ এক অন্য অনুভুতি। কখনও মনে হয় সে কেবল একান্ত কাছের আবার কখনওবা দূরাকাশের ছুতে না পারা তারা! আসলে কি তাই? তবে কেন সে যখন তখন হানাদেয় ঘুরেফিরে আত্মার ভিতরে? সারাদিনের কর্মময় ব্যাস্ততা ভুলে 'স্কুলবালকের মত' মুঠুফোনে রোজনামচা তেলাওয়াত করে শোনাতেই উবে যায় সমস্ত ক্লেদ, মানসিক তৃপ্তিবোধ সে এক অন্য অনুভুতি। কেন যেন মনে হয়, একান্ত আপনজন, কিন্তু হায়! কাছে টানতে গেলেই কোথায় যেন পালিয়ে যায়, অনুভুতির কথা বলতে গেলেই সে বলে উঠে:- "কিরে বান্দর তোরে তো আমি অন্যসব ছেলেদের মত ভাবিনি? একটা ছেলেও কি ব্যাতিক্রম নয়?" আচ্ছা তুই-ই বলতো শুনি:-----? নিখাদ সারল্যতায় তুই কি মুগ্ধ নস? তবে কেন বারংবার করিস 'মানসিকতার' প্রসংসা স্তুতি? আত্মনিয়ন্ত্রনে কতটা পারঙ্গম কিছুটাতো টের পেয়েছিস, শত ঘাট, কত মাঠ পেরিয়ে পৌছুলাম এতটা পথ! তবুওকি বলতে পারিনা ভালবাসি "তোমায়?" বুদ্ধু কোথাকার? দে ছুট আরেকবার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.