আমাদের কথা খুঁজে নিন

   

ট্রয়ের হেলেন

হেলেনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। গ্রিক ও রোমান পুরাণের সর্বাধিক আলোচিত নারী চরিত্র এই হেলেন। দেবরাজ জিউস ও স্পার্টার রাজা টিনডারিউসের পত্নী লিডার মিলনের ফলে শ্রেষ্ঠ সুন্দরী হেলেনের জন্ম হয়। পরে স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী ছিলেন হেলেন। ট্রয়ের ছোট রাজকুমার প্যারিস হেলেনকে স্পার্টা থেকে চুরি করে তার রাজ্যে নিয়ে এসেছিলেন। এতেই বেধে গেল ১২ বছর ধরে চলা এক ঐতিহাসিক যুদ্ধ। যে যুদ্ধে ধ্বংস হয়েছিল পুরো একটা শহর_ ট্রয়! এমনকি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গ্রিক দেব-দেবীরাও! ট্রয় রাজকুমার হেক্টর, প্যারিস, গ্রিক বীর একিলিস, স্পার্টার রাজা মেনেলাউসসহ অনেকেই নিহত হন। প্রেমের জন্য এত রক্তপাত আর ধ্বংস পৃথিবীর ইতিহাসে আর নেই। ইতিহাসে এই বিভীষিকাময় যুদ্ধটি 'হেলেনের যুদ্ধ' বা 'ট্রয়ের যুদ্ধ' নামে পরিচিত।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।