আমাদের কথা খুঁজে নিন

   

গান ভালোবেসে গান-১৪ : বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় (ঁ)

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ বন্ধু তোমায় অ্যালবামঃ গাধা (গানটি শুনতে পারেন এখান থেকে) ব্যান্ডঃ চন্দ্রবিন্দু ............................................. ছেড়া ঘুড়ি, রঙিন বল এইটুকুই সম্বল আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেলবেলা বাজেবকা রাত্রি দিন এস্টেরিস টিনটিন এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায় সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে সবার অলক্ষ্যতে তুমিও কি ছিলে । । হাওয়ায় হাওয়ায় । । বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় ।

। আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় গল্পের মত, ইশকুল বাড়ি জমে ওঠা ক্ষত, খেলবোনা আড়ি । । সে খেলা কানাগলি রোজ চুপিসারে এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে । ।

হাওয়ায় হাওয়ায় । । বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় । । আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় বইমেলা ধূলো, গার্গি শ্রেয়সী চেনা মুখগুলো, পরিচিত হাসি ।

। সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে সাহসী চুম্বন আজও পারেনি সে । । হাওয়ায় হাওয়ায় । ।

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় । । আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় ছেড়া ছবি, স্ফটিক জল এইটুকু সম্বল বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা একঘেয়ে ক্লান্ত দিন কম্পোজ অ্যাস্পেরিন যানজটে দেরি হয়ে গেল বিকাল বেলা মরা মাছের চোখ যায় যদ্দুরে শুকানো জলছবি আজও রোদ্দুরে । । হাওয়ায় হাওয়ায় ।

। বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় । । আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় ....... গান ভালোবেসে গান-১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।