আমাদের কথা খুঁজে নিন

   

দাইদ ইব্রাহীমের প্রধান সহযোগী টুন্ডা গ্রেফতার

পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবার অন্যতম সদস্য দাউদ ইব্রাহীমের প্রধান সহযোগী সৈয়দ আব্দুল করিম ওরফে টুন্ডাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শুক্রবার রাতে ৭০ বছর বয়স্ক এই সন্ত্রাসীকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফাতর করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

টুন্ডা লস্কর-ই-তৈবার বোমা বিশেষজ্ঞ। আজ শনিবার দুপুরের দিকেই তাঁকে দিল্লির একটি স্থানীয় আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। দীর্ঘ বিশ বছর ধরেই ভারতীয় পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল টুন্ডাকে।

সেদিক থেকে টুন্ডাকে গ্রেফাতার করা বড় সাফল্য বলে মনে করছে পুলিশ।

দাউদ ইব্রাহিমের ঘনষ্টি এই টুন্ডা ২১ মামলায় অভিযুক্ত। ভারতে বিভিন্ন সময়ে অন্তত ৪০ বোমা বিস্ফোরণ অথবা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সে জড়িত বলে অভিযোগ আছে। ১৯৯৬ সাল থেকেই ইন্টারপোল তাঁর বিরুদ্ধে লাল সতর্কতা জারি করে।

২০০১ সালে ভারতে সংসদে হামলার পর ভারত যে ২০ জন সন্ত্রাসীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ জানিয়েছিল, টুন্ডা তাদের মধ্যে অন্যতম।

সর্বশেষ ২০০৫ সালে কেনিয়া পুলিশ তাঁকে গ্রেফতার করলেও পরে কারাগার থেকে পালিয়ে যায় টুন্ডা। তারপর থেকেই সে পলাতক।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.