একটা সময় প্রেম বিষয়টার প্রতি ব্যাপক আগ্রহ ছিল । একেবারে আঁকড়ে ধরার মতো আগ্রহ । মনে হত আমারও একটা থাকা দরকার । কিন্তু সময়ের সাথে সাথে আমার ভেতর থেকে এই gf প্রীতি চলে গেছে । কেন যেন জিনিসটার প্রতি আমার একটা negative attitude তৈরি হচ্ছে ।
হতে পারে পারিপার্শ্বিক অবস্থা ,হতে পারে আমার দৃষ্টিভঙ্গি ।
কথা শুনলে মনে হয় gf থাকাটা একটা fashion ,অনেকটা নতুন জামা কাপড় পড়ার মতো । না থাকাটা একটা গুরতর বিষয় । কিছু বলার নাই এখানে । সমাজটাই যখন এরকম হয়ে গেছে তখন মানুষ কে বলে কি লাভ ?? বাইওস্কপ ,সিনেমা এইসব আলবাল জিনিস থেকে জেনেছি প্রেম নাকি পবিত্র ।
কয়েকটা পবিত্রতার নমুনা দেখাই ----
১) গত ঈদের সময় পার্কে গেলাম হাওয়া খাইতে । গাছের চিপায় যা ঘটছিল তা দেখে আমি নিজেই হাওয়া হয়ে গেলাম । মেয়েটা ছেলেটাকে ...... করতেসে । ব্যাপারটা হাতাহাতি পর্যায় থেকে যখন গুরতর পর্যায়ে চলে যাবে তখনই আমি কেটে পড়লাম । ১০ মিনিট বাদে আমি দেখলাম ওই কাপল রিক্সা দিয়ে চলে যাচ্ছে ।
মেয়েটার মুখে স্মিত হাসি । বুঝলাম they are satisfied .
২) বোটানিক্যাল গার্ডেন ,cu campus. বন্ধুদের সাথে ফিরছি । চোখ পড়ল গাছের সারির আড়ালে । আবার সেই সেমি ফাইনাল খেলা (হাতাহাতি ) ,মেয়েটা বেশী আক্রমণাত্মক । ফাইনাল খেলা দেখার ইচ্ছা হল না ।
চলে আসলাম । পবিত্র জিনিস বলে কথা !!!!
৩) march এর শেষের দিকের কথা ,আমার হাতে টাকা নাই । ধার করে চলছি । এমন সময় বন্ধুর ফোন ।
হ্যালো ,দোস্ত ,ইমারজেন্সি
কি হইসে ,খুলে বল ,আমি বললাম
১৫০০ টাকা লাগবে ,আর্জেন্ট ,ত্বরিত উত্তর পেলাম
দোস্ত আমার হাতে টাকা নাই ,মাসের শেষ এখন ,তবে চেষ্টা করলে জোগাড় করতে পারি ,বললাম আমি
একটু চেষ্টা করে দেখ ,বন্ধুটি বলল ।
আমি কারণ জিজ্ঞেস করার আগেই সে লাইন কেটে দিল ।
টাকা জোগাড় হল । তার হাতে তুলেও দিলাম।
পরের দিন চেপে ধরলাম --- বল কাহিনী কি ????
যা বলল তার সারমর্ম হচ্ছে ----- তার এক বান্ধবীর গর্ভপাত করাতে হয়েছিল ,ইমেরজেন্সি ।
তার বান্ধবীর bf ফাইনাল খেলা খেলে চলে গিয়েছিল ।
এখন ফাইনাল খেলার পুরুস্কার গ্রহন করতেই যতো সমস্যা ।
আমি বললাম ,কাজ হইসে ???
all ok ,dsto,thanks তোকে । বন্ধুটি বলল
আমি বললাম --- দোস্ত ,ওই খেলোয়াড়টিকে ডেকে আন । তার হাতে একটা ক্ষুর ধরিয়ে দে । আর বল তাকে তার যন্ত্রখানা নিজ হাতে কেটে ফেলতে ।
যা খরচ লাগে আমি দেবো । ডেকে আন ।
in future যে সে এইরকম final খেলা খেলবে না তার গ্যারান্টি কি ????
এই হচ্ছে পবিত্র প্রেম । সমস্যা হচ্ছে ভালোবাসার ফসল ( অবৈধ সন্তান ) কেও গ্রহন করতে চায় না । সবাই ফাইনাল খেলা খেলতে চায় ।
ফাইনাল খেলায় জিতে গেলে পুরুস্কার গ্রহন করা উচিত নয় কি ????
এর উত্তর আমাদের সমাজই ভালো জানে । !!!!!!!
(সংগৃহীত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।