নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
ইলেকট্রনিক্স, হোম/কিচেন পন্যে ওয়াল্টন দেশী পন্য হিসেবে একটি শক্ত অবস্থান নিয়ে নিয়েছে। একটা সময় ছিলো যখন এসকল পন্যের জন্য আন্তর্জাতিক ভাবে পরিচিত ব্রান্ডের উপরেই ভরসা করতে হতো। পরবর্তিতে বেশ কিছু চাইনিজ ব্রান্ডও দেশে আসে তার মধ্যে কনকা, সেবেক, মিয়াকো ইত্যাদি অন্যতম। এতোসব ব্রান্ডের ভিড়ে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছে ওয়াল্টন।
http://www.familyneeds.net/walton/
টেলিভিশন, মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, রাইসকুকার, হেয়ার ড্রায়ার, ফ্রীজ, ডিভিডি প্লেয়ার, ইস্ত্রি, ইলেক্ট্রিক কেতলি, ডীপ ফ্রীজ, মোবাইলফোন, এসি, ইলেকট্রিক চুলা, জেনারেটর, ওভেন ও জুসার এর বৈচিত্রপুর্ণ পন্যে ভরপুর ওয়াল্টন। আগামিতে আরো নতুন নতুন পন্য আসছে।
http://www.familyneeds.net/walton/
পন্যের মান নিয়ে বিতর্ক সব পন্যের ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোর সীমা নেই। কিন্তু দেশীয় পন্য হিসেবে সাধ এবং সাধ্যের এক অপূর্ব সমন্বয় করেছে ওয়াল্টন।
http://www.familyneeds.net/walton/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।