ভালোবাসা জলের মত, দু'হাত যেন ভরে না......প্রিয় মুখ একটাই :]
‡ রবির ছেলে হারিয়ে যাওয়া বা দেশপ্রেমিকের এড গুলো ভালোই লাগে ।
কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও এসব এডের সাথে
মোবাইলে কথা বলার কোন রিলেশন খুঁজে পেলাম না !
‡ বাংলালিংকের এড মানেই চিকনা চিকনা ঠ্যাং ছড়াইয়া ফালাফালি করে
পাবলিকরে বান্দর খেলা উপহার দেওয়া !
যার সাথে আদৌ কি কোন মোবাইলে কথা বলার সম্পর্ক আছে ?
‡ গ্রামীণফোনের এড গুলো হ্নদয় ছুঁয়ে গেলেও এদের স্বভাব
হচ্ছে "দুষ্ট লোকের মিস্টি কথা !" এদের এডের সাথে কথা
বলার সম্পর্ক থাকলেও তার সাথে গলা কাটার
সম্পর্ক ও ওতপ্রোতভাবে জড়িত !
‡ এয়ারটেল যে হারে টেলিফ্লিম বানানোর তালে আছে সে হারে যদি
এদের নেটওয়ার্কের উন্নয়নে কাজ করত তবে কি আর
আমার GF আমারে ছেড়ে যেত ?
‡ সিটিসিলের এড হচ্ছে মেঘ না চাইতেই বৃষ্টির
মত!মাঝে মাঝেই এরা কোথা থেকে এসে হাজির হয়
আবার কোথায় যেন মিলিয়ে যায় !
‡ টেলিটকের এডের কথা আর কি বলব ? সেই যে ৩জির সাইন
বোর্ড গলায় জড়িয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে ...যে হারে
দৌড় স্পিড বাড়াইত তবে কতই না ভালো হত !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।