আমাদের কথা খুঁজে নিন

   

জ্বলিলএর নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে কিছু কথা!

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে…

আজকে আমরা ৫ বন্ধু বলাকা সিনেমা হলে অনন্ত জলিল পরিচালিত এবং অভিনিত "নিঃস্বার্থ ভালবাসা" ছবিটা দেখতে গেলাম। সিনামার শুরুতেই হাততালি, হাসাহাসি, হইহুল্লর, যেন ছোটখাটো একটা স্টেদিয়াম! শেষ পর্যন্ত জনগনের চিৎকার শোনা যাচ্ছিলো। আমরাও চিল্লাইসি, হাসতে হাসতে পারলে নিচে বইসাও পরসি! কিন্তু তবুও তা আশানুরূপ পরিমানে হয় নি। আমার কোন সমালোচনার গুনই নাই, তবু সিনেমাটার শুধু কাহিনী নিয়া কিছু সরল বিশ্লেষণ করি, অভিনয় টভিনয় বাদ! নাম শুনেই বোঝা যাচ্ছে কাহিনীর মূল বিষয়বস্তু conventional নর নারী প্রেম! তবে কাহিনী conventional বাংলা সিনেমার মত নয়। পুরাই আলাদা।

বাংলা চিনেমায় প্রেমের মূল বাধা হিসেবে পরিবার হেন তেন দেখানো হয় কিন্তু এই চিনেমায় মূল বাধা হিসেবে নর নারীর মনের সমস্যাই বড় করে দেখান হইসে এখানে দেখান হয়েছে "ভালবাসা" কতটা নিঃস্বার্থ হয় অযৌক্তিক আর অবাস্তবভাবে। সমস্যা কয়েকটা কই, নায়কের আর্থিক অবস্থা সেইরম, মানুষ হিসেবেও সৎ। এটা সাভাভিকভাবে দেখানো যায়। কিন্তু সিনেমার প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল জলিল নিজের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে সিনেমার মাধ্যমে দর্শকদের ধারণা দেবার জন্য এটা করসেন! অতিরঞ্জিত! সবচেয়ে বড় বিষয়টা হল, জলিলের ভালবাসা নিঃস্বার্থ অবাস্তব আর অযৌক্তিক করার জন্য বর্ষা যে কাহিনী দেখাল তাতে আমার মনে হল, আমাদের ৭ না ৮ বছরের এলিনের এর চেয়ে অনেক বেশি বোধবান। কোন পূর্ণবয়স্ক মানুষ যদি এতটা নির্বোধই হয় তবে সে হবে মানসিক সমস্যাওলা নইলে অটিস্টিক।

নারীবাদীরা বলতেই পারেন যে "এই সিনেমার দারা নারীদের হেয় করা হয়েছে"। কাহিনী দেখে নিবেন যারা চান! সিনামায় দেখানো হইল, বর্ষার শুধু সইন্দরজের জন্যই ক্লাস ৫এ থাকতে গ্রামের এক সাহেবের কাছে মানুষ হবার সুযোগ পায়। হ্যাঁ, বিষয়টা সম্ভব, কিন্তু Not Fair! আর কাহিনী প্রচণ্ড রকম বিরক্তিকরভাবে Elaborated। টেনে টুনে লম্বা করা। টানতে টানতে Ultimate Stress পার হয়ে যাউয়ায় আমাদের সোহেল প্রথমার্ধের আগেই বের হইয়া যাইতে চাইসিল! তবে, এই টানা টুনিটা বাদ দিলে সিনামাটা দেখে সেইরম মজা।

কাহিনীর সম্পূর্ণ ভিন্নতা দর্শকদের আনন্দ দেবে। বিশেষত দ্বিতীয়াংশ পুরাই রোমান্টিক! যদি কেও বেশি রোমান্টিক হয় তবে তার সেইরম ভালোও লাগতে পারে! আর প্রান খুলে হাসাহাসির জন্য কয়েকটা গান, একশন, অদ্ভুতুড়ে ভাষা, অতিরঞ্জিত সাধারণ কিছু বিষয় তো আছেই। একশন মানেই হাসি। আর কালো করে একজনের অভিনয় সেইরম হইসে! গান গুলা সুন্দর। ভিডিও হয় হাস্যকর নইলে সুন্দর, কিন্তু আনন্দময়! ২ টা গান (Audio) তো আমি আজকেই Download দিমু ইচ্ছা আসে! অবশেষে জলিল আঙ্কেল(ভাইয়া না)কে ধইন্নাপাতা এমন একটা সিনেমা উপহার দেবার জন্য।

সবাইকে সিনামা হলে গিয়ে দেখার আমন্ত্রন রইল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.