আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-৫ (একটু কঠিন)

ধাঁধা-৪৯ একটি ডালে একটি পাতা, গোড়াতে তার ফল. বলুন তো এটা কি?? ধাঁধা-৫০ আপনার এক হাতে একটি পাউরুটি ও অন্য হাতে একটি জেলির জার দেওয়া হল। আপনি রুটির কোন পাশে আগে জেলি লাগাবেন? ধাঁধা-৫১ এটা আমাদের দৈনন্দিন গতিবিধি নিয়ন্ত্রণ করে, এটা আমাদেরকে নির্দেশ করে কখনও আসার এবং কখনও যাওয়ার। কিন্তু আমাদের জীবন সম্পর্কে তার কোন আগ্রহ নেই। এটা কি? ধাঁধা-৫২ একটি সবুজ ঘর আছে । সবুজ ঘরের ভিতর একটি সাদা ঘর আছে।

সাদা ঘরের ভিতর একটি লাল ঘর আছে । এবং লাল ঘরের ভিতর অনেক গুলো ছোট শিশু আছে। এটা কি? ধাঁধা-৫৩ আপনি যেখানে যান, আমি আপনার সাথে আছি। আমি কে? ধাঁধা-৫৪ সে কে যে, বধির, বাকশক্তিহীন ও অন্ধ কিন্তু সবসময় সত্য বলে?? ধাঁধা-৫৫ কোন ফল বেশির ভাগ মানুষ না ধুয়ে ও না ছুলে খায়? ধাঁধা-৫৬ একজন বয়স্ক লোক তাঁর সব সম্পত্তির দায়িত্ব তাঁর তিন সন্তানের মধ্যে একজনকে বুঝিয়ে দিতে চাইলেন। কিন্তু কে সবচেয়ে বেশি বুদ্ধিমান, তা বুঝে উঠতে পারছিলেন না ভদ্রলোক।

অতএব একটি বুদ্ধি বের করলেন। প্রত্যেক ছেলের হাতে অল্প কয়েকটা করে টাকা দিয়ে বললেন এমন জিনিস কিনে আনতে, যা দিয়ে গোটা একটা কামরা ভরিয়ে দেওয়া যায়। প্রথম ছেলে কিনে আনল খড়। কিন্তু এতে পুরো কামরা ভরল না। দ্বিতীয় জন কিনল কিছু লাঠি।

কিন্তু এতেও কাজ হলো না। তবে তৃতীয় ছেলে এমন দুটো জিনিস কিনে আনল, যা দিয়ে গোটা কামরা ভরে দেওয়া গেল। বলুন তো সে কী কিনেছিল? ধাঁধা-৫৭ এক জাদুকর দম্ভ করে বলল ছয় মিনিট পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে সে। এটা শুনে ছোট একটা ছেলে বলল, এটা আর এমনকি, পানির নিচে কমসে কম ১০ মিনিট থাকতে পারব আমি। এজন্য এমনকি অক্সিজেন মাস্ক কিংবা অন্য কোনো ধরনের যন্ত্রপাতিও প্রয়োজন হবে না।

এই কথা শুনে জাদুকর খেপে গিয়ে বলল, 'যদি সত্যি পারো, তবে তোমাকে ১০ হাজার টাকা দেব আমি। ' জাদুকরকে সত্যিই ছেলেটিকে ১০ হাজার টাকা দিতে হয়েছিল। কেন? ধাঁধা-৫৮ হাতির কখন ৮টি পা দেখা যায়? ধাঁধা-৫৯ ১০টি মার্বেল তিনটি পাত্রে এমনভাবে রাখতে হবে যেন প্রত্যেক পাত্রে বিজোড় সংখ্যক মার্বেল থাকে। ধাঁধা-৬০ নড়ে কিন্তু চড়ে না, ভেজা কাপড় শুকায় না ১ম পর্ব ২য় পর্ব ৩য় পর্ব ৪র্থ পর্ব ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।