আহমেদ বায়েজীদের ব্লগ
ফেসবুকে একটি এপ্লিকেশন আছে- ইওর ফিউচার ক্যারিয়ার
নি:সন্তান দম্পতি যেমন যাকে পায় তার কাছ থেকেই তাবিজ-কবজ নেয়, আমার মত জীবন সংগ্রামের হাটু পানিতে হাবুডুবু খাওয়া সৈনিদের কাছেও এই সব জিনিস অনেকটা সেই রকম। যদি কোন আশার আলো পাওয়া যায়!
কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে ফর্মূলাটা এপ্লাই করলাম।
ফলাফল আসলো- ইঞ্জিনিয়ার।
টাশকি না খাওয়ার কিছু নাই। কারন আমি কমার্সের ছাত্র ছিলাম।
ডিলিট করে আবার করলাম। এবার আসলো ইন্সুরেন্স কোম্পানীর দালাল।
যাক কিছুটা হলেও কমার্সের কাছাকাছি আছে।
কিন্তু সন্তুষ্ট হতে পারলাম না। তাই আবার করলাম।
বারে বারে তিনবারে যদি ভাগ্যের চাচা খোলো।
খুললোও বটে।
'রাজনীতিক'
ক্যারিয়ারের উজ্জলতা নিয়ে আর কোন সন্দেহের অবকাশ নেই।
আপনি দোয়া করেন বা না করেন, ভাগ্যের চাকা খুলবেই।
আই অ্যাম শিওর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।