জামার্নি ও ইসরাইলে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থনে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা বার্লিনের রাস্তায় সমবেত হয়ে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া গণহত্যা বন্ধ করারও আহ্বান জানান তারা।
এদিকে, ইসরাইলের নাজারাথ শহরে মিশরের পতাকা উড়িয়ে বিক্ষোভে অংশ নেয় বেশকিছু মানুষ। তারা ৩ জুলাইয়ের সামরিক অভ্যুত্থানের নিন্দা জানান। এছাড়া গত কয়েকদিনে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর নিরাপত্তাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।