আমাদের কথা খুঁজে নিন

   

নীলআকাশের নিচে দেখি উত্তাল গর্জন, দেখি দূর্জয় সমুদ্র তোমার পায়ে নত ! (ছবি ব্লগ)

হাজারো প্রশ্ন চারপাশে....

বান্দরবন থেকে দে ছুট কক্সবাজার...! পূর্বাণীর ৩ঘন্টা লোকাল সার্ভিস যখন ৪.৩০ঘন্টা বাজিয়ে আমাদের কক্সবাজার শহরে নিয়ে এলো তখন বেলা দ্বি-প্রহর গিয়ে তিন প্রহরে ঠেকেছে, হোটেল ঠিক করার পর মুখে দুটো গুজে পরি কি মরি দে ছুট সূর্যাস্ত দেখতে....। দ্বিতীয় দিন সকাল সকাল নাস্তা করে রেডি হয়ে চেক আউট করে বেড়িরে পড়ি মজিদের অটো রিক্সা মাসির্ডিজে...হিমছড়ি , ইনানী আর পথের মাঝে মাঝে গাড়ি ( ) দাঁড় করিয়ে " কি করি আমি......ক্লিক,ক্লিক.........কি করি আমি.........ক্লিক, ক্লিক!!" বিকাল ৫টায় গ্রিন লাইনে চিটাগাং, রাত ১১টায় তূর্ণায় ! সকাল সাড়ে পাঁচ টায় মেজাজ খারাপের শহর ঢাকায় ! আর এখন শুধুই জাবর কাটা ! আর ব্লগ দেখা ! ফুটনোট: আমার সাথে ছিলো আরেক ব্লগার যাকে মনে করা হয় সামুর অগ্রিম পেইড ব্লগার, জ্বি ! ব্লগার প্রি-পেইড ! যার জন্যই আমার এই ট্যুর করা, ধন্যবাদ ছোকরা ,সামনে বলা হয়নি, তাই ব্লগেই বলে দিলাম ! চমৎকার সুন্দর কিছু ছবি আপনি তুলেছেন, অতি সত্বর সেগুলো ব্লগে প্রকাশ করুন ! ব্লগার ছোকরার একটা ফটুক দিয়া দিলাম.....।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।