আমাদের কথা খুঁজে নিন

   

,,,,,, সোনালী ভোর ,,,,,,,



ওরা কুরআনের আয়াত বদলাতে চায় , সংবিধান থেকে রাষ্ট্র ধর্মও, আমরা ব্যথিত, ক্ষত-বিক্ষত, সর্বাঙ্গে রক্তক্ষরণ অনবরত, তাই দেখে ওরা দ্বীগুণ উল্লাসে, রক্তের নদীতেই যেনো ওরা উদম হয়ে স্নান করতে অভ্যস্ত, মাজলুমের রোনাজারী, ক্রন্দলরোল হিন্দী মিঊজিক ভেবে এনজয় করে, নীরবে নিভৃতে নির্যাতিতের ঝরে পড়া আঁখির জলে ভাষায় ওরা প্রমদতরী....।।। বুকের মাঝেই যেনো কষ্টের হিমালয়, ধৈর্য্যের দেয়াল সীমান্ত ছুইছুই , জনমনে দাবানল বিষ্ফরিত হতে চায়, কিন্তু তারা নির্বিকার, তবে আমরা নিস্তব্ধ নই, মেঘ মুক্ত আকাশ দেখেছি, তার নীল নীল ঢেওয়ের মাঝে সূর্যের হাসিও, সত্যের এ হাসিটুকু আড়াল করতেই মিথ্যার এ প্রহসন, আকাশের শুভ্রতা বদলেছে, চায় সাথে ভূখণ্ডটাও কষ্টেরা আজ মেঘ হয়ে মহাশূন্যে ভাসমান.....।।। আমারা প্রতিক্ষায় একটি সোনালী ভোরের, রক্তের নদী শুকিয়ে, ব্যথার পর্বত মাড়িয়ে, উদ্ভাসিত নতুন সূর্যের রশ্মীমালায়- ঘরে বাইরে শত শার্দুল জেগে উঠবেই দ্রহের শ্লোগানে জাগতিক কষ্টগুলো, আনুবিক বোমার সমোধিক শক্তি হয়ে ঘটাবে বিস্ফরণ, দেশী ভীনদেশী দাতাল শকুনের ধ্বংসস্তুপেই, উড়বে পতাকা- চির-সবুজের এই মাটি, আমার বাংলাদেশে......।। মোশাররাফ ০১.০৮.১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।