আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন ২০ টি করে শব্দ M-3

মানুষের জন্য কাজ করতে ভালবাসি....বিনিময়ে একটু শান্তি চাই.....। ১। মেইক=Make=সৃষ্টি করা , নির্মাণ করা , গঠন করা, উৎপন্ন করা, বাধ্য করা। I. Make a fire=আগুন ধরানো । II. Make as if=ভান করা।

pretend. III. Make faces=মুখ ভেংচান। IV. Make fun of=পরিহাস করা। V. Make love to=প্রেম করা। VI. Make of=বুঝতে পারা। I don’t know what to make of your silence. VII. Make sure of=নিশ্চিত হওয়া বা করা।

VIII. Make the bed=বিছানা পাতা। IX. Make the best of =সর্বাপেক্ষা ব্যাবহার করা, অসুবিধা সত্তেও কাজ করা। turn to the most profitable use. Make the best of a bad business. X.Make up=সংগঠিত করা constitute, ক্ষতিপুরন মিটানো compensate. XI. Make up one’s mind=মনস্থ করা। decide. ২। মেইকিং=Making= নির্মাণ, আয় earnings. ৩।

ম্যালয়্যাডজাস্টমেনট=Maladjustment=সামঞ্জস্যহীনতা , বনিবনার অভাব। ৪। ম্যালয়্যাডমিনিস্ট্রেইশন=Maladministration=কু শাসন , কোনও সরকারী কাজ দুর্নীতির দ্বারা পরিচালনা করা। Bad management. ৫। ম্যালয়্যাড্রয়ট=Maladroit=যার কোনও দক্ষতা বা নৈপুণ্য নাই।

(clumsy.) ৬। ম্যাল্যাডি=Malady=মানসিক অথবা শারীরিক রোগ, অসুস্থতা (illness.) ৭। ম্যালেজ=Malaise=অস্বাচ্ছন্দ্য বোধ করা a feeling of uneasiness. ৮। ম্যালয়্যাপ্রপিজম=Malapropism=শব্দের অপপ্রয়োগ। misapplication of word. ৯।

ম্যালকনটেনট=Malcontent=অসন্তুষ্ট discontented, শাসন কতৃপক্ষের প্রতি অসন্তুষ্ট। dissatisfied with the government. ১০। ম্যালিফ্যাকট(র)=Malefactor=অপরাধী criminal. ১১। ম্যালেভোলেনট=Malevolent , Malevolently, Malevolence=ঈর্ষাপরায়ণ, হিংসাপরায়ন malicious, envious. ১২। ম্যালফ(র)মেইশন=Malformation=দৈহিক বিকৃতি।

১৩। ম্যালফ(র)মড=Malformed=কু গঠিত , কদাকার । ১৪। ম্যালফাংকশন=Malfunction=কোন কাজ সঠিক ভাবে করতে ব্যার্থ হওয়া । ১৫।

ম্যালিস=Malice=বিদ্বেষ বা অপকার করার ইচ্ছা । ১৬। ম্যালিশাস=Malicious=বিদ্বেষপরায়ন। spiteful , malevolent. (Maliciously) ১৭। ম্যালাইন=Malign=নিন্দা করা, অপবাদ দেয়া ।

defame, slander . ১৮। ম্যালিগন্যান্সি =Malignancy=বিদ্বেষ , শত্রুতা (এনমিটি= enmity.) ১৯। ম্যালিগন্যানট=Malignant=সাংঘাতিক ধরনের রোগ । ২০। ম্যালিংগা(র)=Malinger=কাজ এড়ানোর জন্য রোগের ভান করা in order to avoid duty pretend to be ill. ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.