আমাদের কথা খুঁজে নিন

   

পেন ড্রাইভ ফরমেট ও সেফলি রিমুভ করা যাচ্ছে না?? সমাধান....

ভালো মন্দ মিলে আমি একজন সাধারন মানুষ।

এই লেখাটি নেট ব্রাউজ করে বিভিন্ন সাইট থেকে লেখা হয়েছে। যারা পেন ড্রাইভ ব্যবহার করেন , বিশেষ করে "WINDOWS" ওপারেটিং সিস্টেমে তারা পেন ড্রাইভ নিয়ে সব সময়ই সমস্যায় থাকেন। কারন এই সব পেন ড্রাইভ হলো ভাইরাস আক্রমনের প্রধান হাতিয়ার। আপনার অজান্তেই পেন ড্রাইভ থেকে ভাইরাস আপনার পিসিতে কাজ করতে থাকে।

বিষয়টা টের পাওয়া যায় যখন আপনি পেন ড্রাইভ ফরমেট বা সেফলি রিমুভ করতে যান তখন। আপনি পেন ড্রাইভ থেকে কিছু ডাটা কপি করলেন কিন্তু তারপর আর তাকে সেফলি রিমুভ বা ফরমেট করতে পারছেন না। অনেক চেষ্টা করে শেষে পেন ড্রাইভটা সরাসরি খুলে ফেললেন। কিন্তু আপনি হয়তো জানেন না এতে পেন ড্রাইভের অনেক ক্ষতি হয়। এমন কি পেন ড্রাইভ নষ্টও হয়ে যেতে পারে।

আসুন আজ এর থেকে বাচার কিছু উপায় দেখি। ফরমেট দেবার জন্যঃ ১. Start 2. Run 3. cmd 4. এরপর প্রয়োজনীয় বার cd.. (ডট গুলি কমান্ডের অংশ) দিয়ে C:\> আনুন ৫. এরপর কমান্ড দিন : format X: Where X is the name of your drive letter. সেফলি রিমুভ করার জন্যঃ প্রথমে এই লিঙ্ক থেকে আনলকার নামের এই সফটওয়্যারটি নামান। আনযিপ করুন এবং তা ইন্সটল করুন। আপনার পিসিতে আনলকার নামের সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে। সফটওয়্যারটি রান করুন।

সিলেকশন বক্স আসবে। তা থেকে আপনার পেন ড্রাইভটা দেখিয়ে দিন। সফটওয়্যারটি ওই পেন ড্রাইভে কি কি প্রসেস চলছে তা দেখিয়ে দেবে। প্রয়োজনীয় প্রসেস ছাড়া বাকি গুলা কিল করে দিন। তারপর ম্যানুয়ালি প্রয়োজনীয় প্রসেস গুলি থেকে বেরিয়ে আসুন (পেন ড্রাইভের কোন ফাইল চালু থাকলে তা বন্ধ করা)।

এরপর পেন ড্রাইভ সেফলি রিমুভ করার চেষ্টা করে দেখুনতো......!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।