এক সূত্রে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, নির্মাতারা অভিনেতা রিতেশ দেশমুখের বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। প্রথমে সোনাল চৌহানের কথা চিন্তা করা হলেও পরবর্তীতে তারা বিপাশাকেই বেছে নেন।
সিনেমায় অভিনেতা সাইফ আলি খান এবং রিতেশ দেশমুখ তিনটি করে চরিত্রে অভিনয় করবেন। সাইফের বিপরীতে থাকছেন দক্ষিণের অভিনেত্রী তামান্না। আর রিতেশের সঙ্গে জুটি বাঁধবেন বিপাশা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
সিনেমায় রিতেশ এবং সাইফের পাশাপাশি বিপাশাও তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন। প্রযোজক বাসু ভাগনানি এবং পরিচালক সাজিদ খানের মতে ওই চরিত্রগুলোর জন্য বিপাশাই সবচেয়ে উপযুক্ত। রিতেশ এবং সাইফ- দুই অভিনেতার সঙ্গেই বিপাশার কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকায় চরিত্রটির জন্য তাকেই নির্বাচন করেছেন নির্মাতারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।