রোববার দুপুরে নদীর চরসাতবাড়িয়া এলাকায় উপজেলার গুচ্ছ গ্রামের আতাখোরের ছেলে মামুনের (২৫) লাশ পাওয়া যায়।
উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে ঘাটিনা রেলওয়ে সেতুর কাছ থেকে করতোয়া নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে নলকায় পিকনিকে যাচ্ছিলেন মামুন ও তার বন্ধুরা।
পথে চরসাতবাড়িয়ায় হঠাৎ মামুন নৌকা থেকে পড়ে নদীতে তলিয়ে যান। বিকালে রাজশাহী থেকে ডুবরি দল এসে তাকে উদ্ধারে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।