আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন যেকোনো ফাইল শেয়ারিং সাইট রিজিউম সাপোর্ট সহ এবং বোনাসঃ গুগল এডসেন্স সাপোর্টেড এক জিবি স্পেসের ওয়ার্ডপ্রেস ব্লগ ফ্রি নিয়ে নিন এখুনি।

কোথায় এর শেষ

আমরা অনেকই ফাইল শেয়ারিং সাইট থেকে ফাইল ডাউনলোড করি। কিন্তু রিজিউম সাপোর্ট পাই না। এজন্য অনেক সময় লাইন ড্রপের কারণে ফাইলটা সম্পূর্ণ হওয়ার আগেই ডাউনলোড বন্ধো হয়ে যায়। ফলে ফাইলটি পুনরায় নতুন করে ডাউনলোড শুরু করতে হয়। যা অত্যন্ত ঝামেলা পূর্ণ।

তাই আজ আপনাদের দেব এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি যেকোনো ফাইল শেয়ারিং সাইট থেকে ফাইল রিজিউম সাপোট সহ ডাউনলোড করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনি এটার মধ্যে থাকা ব্রাউসার দিয়ে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটির নাম মিপোনি। এটা পিসিতে ইনস্টল পূর্বক আপনি যেকোনো ফাইল শেয়ারিং লিঙ্ক কপি করলে নিজে থেকেই লিঙ্ক ডিটেক্ট করে নিয়ে নেবে। এর আপনি ডাউনলোড বাটনে প্রেস করা মাত্র নিজে থেকেই ডাউনলোড শুরু হবে।

ও হ্যাঁ এই সফটওয়্যারটি চালাতে আপনের পিসিতে অবশ্যই ডট নেট ফ্রেম ওয়ার্ক এর নূন্যতম ২ ভার্সন থাকতে হবে। না হলে এটি চলবে না। ডট নেট ফ্রেম ওয়ার্ক না থাকলে এখান ক্লিক করুন । নিচে এর কিছু স্কিরিন সট দেয়া হল। ডাউনলোড TurboShare FileServe Cramit (Resume Supported) বোনাসঃ আপনাদের যাদের হোস্টিনং নেই তারা অনেক সময় ওয়ার্ডপ্রেস-এ ব্লগ খুলতে ইচ্ছা হলেও পারেন না।

এই প্রথম আপাদের জন্য www.banglaspot.com নিয়ে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ব্লগ খোলার সুবিধা। যা আপনি পাচ্ছেন ১ জিবি স্পেস পুরা ফ্রি। যাতে আপনি অনায়াসে খুলতে পারেন আনার ব্লগ। ডোমেই পাবেন http://www.yourname.banglaspot.com । এমনকি আপনি এইব্লগ দিয়া গুগল এডসেন্স মাধ্যমে এড দিয়ে ইনকাম করতে পারবেন।

এছাড়া আপনার এই ১ জিবি স্পেস দিয়ে আপনি যেকোনো মিডিয়া ফাইল হোস্ট করে ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবেন। এছাড়া আপনার নিজেস্ব কনো ওয়ার্ডপ্রেস থিম পছন্দ হলে তা আপনার ব্লগে লাগাতে পারেন। Feature: * Free hosting for your Blog with Unlimited Bandwith. * Apache web server, MySQL database support * Free Sub-Domain (yourname.banglaspot.com) * 1 G.B. Free Space for your audio, video and images. তাই এখুনি ব্লগ খুলতে www.banglaspot.com এ ঘুরে আসুন। কোনো সম্যসা হলে কমেন্ট করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।