আমাদের কথা খুঁজে নিন

   

নরটন, এভিজি, এভাইরা ভাইরাস ডেফিনেশন আপডেট করার ম্যানুয়াল প্রক্রিয়া। করুন নিজে নিজে।

সুপ্রিয় টিউন পাঠক, আপনারা যারা কম্পিউটার ব্যাবহার করেন তারা নিশ্চই ভালো এন্টিভাইরাস ব্যাবহার করেন। আপনি যে এন্টিভাইরাস ব্যাবহার করেন তা অবশ্যই আপনাকে আপডেট দিতে হবে। যদি আপনি আপনার এন্টিভাইরাস আপডেট না দেন, তাহলে আপনার কম্পিউটার সুরক্ষিত থাকবে না। আপনার কম্পিউটার কে সুরক্ষিত রাখার জন্য আপনার এন্টিভাইরাস আপডেট দিতে হবে। আমরা যারা নরটন, এভিজি বা এভাইরা এন্টিভাইরাস ব্যাবহার করি তারা কীভাবে এই তিনটি এন্টিভাইরাস এর ভাইরাস ডেফিনেশন আপডেট করবেন তা জানতে হলে মনোযোগ সহকারে পোস্ট টি পড়ুন।

নরটনঃ প্রথমেই আসা যাক নরটন এন্টিভাইরাসের আপডেটের ব্যাপারে, কারন এই প্রক্রিয়াটি সবচেয়ে সহজ। নরটনের আপডেট ফাইলগুলকে বলা হয় ইনটেলিজেন্ট আপডেটর প্যাকেজ। এই ফাইলগুলো সেলফ এক্সট্রাক্টিং ক্ষমতাসম্পন্ন এবং শুধু ডাবল ক্লিক করলেই এটি পিসিতে ইন্সটল থাকা নরটন এন্টিভাইরাসের লোকেশন খুজে নিয়ে সেটিকে হালনাগাদ করে। প্রথমে ইন্টারনেট সংযোগ আছে এমন পিসিতে আপডেটার প্যাকেজ ডাউনলোড করুন। আপডেটার প্যাকেজ টি হার্ডডিস্কে সেভ করুন।

তারপর কোন কিছুর সাহায্যে নিজের পিসিতে নিন। ( ডাউনলোড লিঙ্কঃ http://www.symantec.com/avcenter/download/pages/us-N95.html) ব্যাবহারকারী তার নিজের প্রয়জোন মত আপডেটার প্যাকেজ নামিয়ে নিতে পারবেন। সাধারণত i32.exe ঘরনার ফাইলগুলো নরটন এন্টিভাইরাস ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত সব সংস্করণের জন্য উপযোগী। আপনার যে আপডেট প্যাকেজটি দরকার তা ওয়েব থেকে নামিয়ে আপনার হার্ডডিস্কে সেভ করার পর ডাবল ক্লিক করে ওপেন করলেই SARC INTELIGENT UPDETAR নামে একটি উইন্ডো আসবে। তারপর yes বাটন ক্লিক করলেই আপনার আপডেট প্রক্রিয়া শুরু হবে।

নরটনের আপডেট ফাইলগুলো ২৯ মেগাবাইট। এভিজিঃ এভিজি এন্টিভাইরাসের জন্য তিন ধরনের আপডেট রয়েছে। প্রায়োরিটি আপডেট, রিকমান্ডেট আপডেট, অপশোনাল আপডেট। প্রায়োরিটি আপডেটগুলোই প্রধান। এদের মধ্যে AVI, 1AVI, ও Antispy db নামের আপডেট ফাইল।

avi ফাইল গুলো কয়েকশো কিলোবাইট থেকে কয়েক মেগাবাইট। 1avi ফাইল গুলো টোটাল আপডেট প্যাক তাই এর আকার বড়। প্রায় ২০ মেগাবাইটের বেশি। AntispyDB আপডেট প্যাকেজ গুলোর আকার ৪ মেগাবাইট থেকে ৯ মেগাবাইট। যারা এভিজি ৭ থেকে ৭.৫ ভার্সন ব্যাবহার করেন তারা আপডেট নামানোর জন্য এই (www.grisoft.com/ww.download-updet-7) ঠিকানায় প্রবেশ করুন।

আর যারা এভিজি ৮ ব্যাবহার করেন তারা এই (www.grisoft.com/ww.download-updet) ঠিকানায় প্রবেশ করে আপডেট ফাইল নামিয়ে নিন। আপডেট গুলো নামিয়ে পছন্দ মত স্তানে সংরক্ষণ করুন। এরপর এভিজি এন্টিভাইরাস রান করে মূল ইন্টারফেস থেকে check for updetes বাটন চাপুন,তারপর যে উইন্ডো আসবে তা থেকে Folder বাটন চাপুন এখন হার্ডডিস্কের যেখানে আপডেট ফাইল সেভ করেছেন সেই ফোল্ডার সিলেক্ট করে ok করুন। এটি এভিজি এন্টিভাইরাস ৭ থেকে ৭.৫ পর্যন্ত প্রযোজ্য। ৮ এর জন্য অন্যরকম।

এভাইরাঃ এভাইরা এন্টিভাইরাসকে ম্যানুয়ালি আপডেট করতে চাইলে প্রথমে (www.avira.com/en/support/vdf/update.html) সাইট থেকে DOWNLOAD IVDF(unicode) লেখাটিতে ক্লিক করে হার্ডডিস্কে সেভ করুন। zip করা ফাইলটির আকার হবে ২০ মেগাবিটের মত। তারপর এভিজির মত এভাইরা রান করে আপডেট সিলেক্ট করতে হবে। তারপর হার্ডডিস্কের যেখানে ফাইলটি রাখা আছে সেটি সিলেক্ট করে ok করুন। Cheking the new files লেখা দেখাবে এবং আপডেট শুরু হবে।

সুপ্রিয় পাঠক। আমি কম্পিউটারে আপনাদের মত দক্ষ নই। কোন ভুল থাকলে ক্ষমা করবেন। আমার এই টিউন সম্বন্ধে আপনাদের মতামত আশা করবো।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.