ক্যামেরা জগতে নাইকনের আধিপত্যকে আরো সুসংহত করতে গত সেপ্টেম্বরে নাইকন ঘোষণা দিয়েছে তাদের নতুন মডেলের ডিএসএলআর Nikon D7000 এর। মূলত একে নাইকনের জনপ্রিয় মডেল Nikon D90 এর আপগ্রেডেশন বলা হলেও বাজার বিশ্লেষকদের মতে নাইকনের প্রধান প্রতিদ্বন্দী -এর আরেক জনপ্রিয় মডেল -এর সাথে পাল্লা দেবার জন্যই নাইকনের এই আপগ্রেডেশন। নাইকনের এই মডেলে যা যা নতুন তা হলোঃ
১। ১৬,২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর ।
২।
১০৮০*১২৮০ রেজলুশানের হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং এ অটো ফোকাস ফিচার।
৩। আইএসও রেঞ্জ ১০০-২৫৬০০ ।
৪। থ্রিডি ট্র্যাকিংসহ ৩৯ পয়েন্ট অটো ফোকাস সিস্টেম ।
৫। ২০১৬ পিক্সেল মিটারিং সেন্সর ।
৬। দুটি মেমরী কার্ড স্লট (এসডি) ।
৭।
৯২১কে রেজলুশানের ৩" ডিসপ্লে ।
৮। লাইভ ভিউ/ মুভির জন্য নতুন বাটন ।
৯। ৬ ফ্রেম পার সেকেন্ড কন্টিনিউয়াস শুটিং ।
১০। বিল্ট ইন Intervelometer.
অসাধারন এই ক্যামেরাটিতে কিট লেন্স হিসেবে যোগ করা হয়েছে নাইকনের অদ্বিতীয় ১৮-১০৫ মিমি সুপারজুম লেন্স । বানিজ্যিকভাবে এখনো বাজারজাত করা শুরু না হলেও নাইকনের সূত্রমতে কেবলমাত্র বডি ও কিট লেন্সসহ D7000 এর দাম যথাক্রমে ১২৯৯ ডলার ও ১৪৯৯ ডলার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।