আমাদের কথা খুঁজে নিন

   

Exam হল

মানুষ মানুষের জ্যন্য

অনেক কষ্টে, ভেবে চিন্তে মন করেছি দমন। ভাববনা আজ তোমার কথা কাল পরীক্ষায় প্রশ্ন যে ফেলতে হবে common। একটু পরি আবার attention Break করে দাও তুমি এমন হলে কেমন করে পাশ করব আমি। পরদিন এলো Exam, যাচ্ছি আমি হলে রাত্রি জেগে পড়ে পড়ে ঘুমের তালে তাল ঢুকতে গিয়ে রুমে, তোমার চোখে চোখ পরা Class এ ঢুকে কেন যেন মাথায় গোল যোগ ধরা পারব কি করতে answer correctly ভাবছি বসে আনমনে tension এ আমি। প্রশ্ন পেয়ে হাতে আমি মুখে খেলাম চুমো যা পড়েছি সব এসেছে লিখে লিখে answer sheet এ ধরিয়ে দেব ধুমো লিখতে যেয়ে দেখি কলম যাচ্ছে থেমে থেমে যা পড়েছি সব ভুলেছি answer গুলো যেন সব আটকে যাচ্ছে jam-এ একটু লেখি আবার পিছে তোমার চেয়ে দেখি দেখে ফেলে টিচার বললেন "এই Idiot, এসেছো কি লিখতে? নাকি দেখতে শুধু পাখি, Be out of the hall". পাশ করার স্বপ্ন আমার হল যে বিফল। কি দারুন দৃশ্য সেদিন! হলের ভিতর বসে বসে লিখছো কষে তুমি বন্দী খাতা স্যারের হাতে Gate এর বাইরে আপদস্ত আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।