আমাদের কথা খুঁজে নিন

   

জারদারিকে সরাচ্ছেন না নওয়াজ

পাঞ্জাব প্রদেশের সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ সোমবার ‘দ্য ডন’কে বলেছেন, জারদারি পাকিস্তানের সাংবিধানিক প্রেসিডেন্ট।আর সে কারণে তাকে সরানোর কোনো অসাংবিধানিক পদক্ষেপের ঝুঁকি পিএমএল-এন নেবে না। তিনি আরো বলেন, “দলের নেতাদের কেউই কখনো নির্বাচনে পিএমএল-এন জেতার সঙ্গে সঙ্গে জারদারিকে সরানোর পরামর্শ দেয়নি।” গত সপ্তাহে বেসরকারি টিভি চ্যানেলে পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কাছ থেকে শপথ গ্রহণের ব্যাপারে কোনো আপত্তি জানান নি।কারণ, এটি সাংবিধানিক বলেই মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে সানাউল্লাহ বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নেব। তা তাকে আমরা পছন্দ করি বা নাই করি।” কিন্তু অন্যদিকে, পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান প্রকাশ্যেই প্রেসিডেন্ট জারদারির কাছ থেকে তার দলের শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ওদিকে, পিএমএল-এন বেলুচিস্তান থেকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ভাবছে এমন খবর নাকচ করেছেন দলটির নেতা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।