‘লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা নায় আমার’—কালজয়ী এই গানসহ অগণিত গানের অমর স্রষ্টা বিশ্বখ্যাত মরমী কবি হাছন রাজা। এই হাছন রাজাই সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে জীবন-যৌবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেন। বাংলার মরমী কবি হিসেবে হাছন রাজার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জমিদার হাছন রাজার পরিবারের বিশাল ভূসম্পত্তি এখনও বিশ্বনাথের রামপাশায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিন্তু রামপাশায় হাছন রাজার সেই ঐতিহ্যবাহী বিশাল বাড়িটি এখন অযত্নে-অবেহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে।
এছাড়া বাড়ির সামনে বিশাল দীঘিটিরও অবস্থাও এখন করুণ। একসময়ের ব্যস্ত ও মনোরম বাড়ি এখন যেন শূন্যতায় খাঁ খাঁ করছে। অযন্ত-অবহেলায় ও তদারকির অভাবে হাছন রাজার বাড়িটির এমন অবস্থা হয়েছে যে, যে কোনো সময় বাড়িটি ধসে যেতে পারে। এছাড়া অবৈধ দখলদাররাও বিশাল দীঘি ও বাড়ির আশপাশ দখল করতে উঠেপড়ে লেগেছে বলে জানা গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে রাতের আঁধারে এখানে বখাটে ও নেশাখোরদের দলবদ্ধভাবে জুয়াখেলা ও মদ-গাঁজা সেবনসহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ারও খবর পাওয়া গেছে।
তবুও শত শত সাহিত্যপ্রেমী ও সঙ্গীতসাধকরা এখনও বাড়িটি একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে রামপাশায় আসেন। কিন্তু তারা এসে দেখেন একটি জরাজীর্ণ ভঙ্গুর পাকাবাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।