মেইল চেক করার জন্য কম্পিউটারে বসতে হয়। তাই ব্লগেও এলাম। কিছুদিন ধরেই মন ভাল নেই। জীবন চলমান। চলতে হয়-এরই মাঝে ভাল লেগেছিল শ্বশুরবাড়ীর গ্রামের স্কুলের জন্য কম্পিউটার ল্যাব করতে পেরে।
কিন্তু হাত চলে না, শরীর চলে না। আমার পিঠাপিঠি ভাই হঠাৎ করে নাই হয়ে গেল। ২৭ তারিখে। তার ডায়বেটিস, কিডনী সমস্যা। ডায়ালেসিস হতো সপ্তাহে তিনদিন।
সেই রুটিন মতো গিয়েছিলেন বার্ডেমে। হার্ট দুর্বল ছিল, দুপুরে স্ট্রোক হয় এবং সন্ধ্যার আগেই জীবনে নেমে আসে রাতের অমানিশা। ইন্তেকাল করলেন সিসিইউতে। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মা-বাবাকে হারানোর পর সব ভাই বোনের মাঝে সেই প্রথম গেলো তাদের কাছে।
তাকে বলতাম বটগাছ। কতকিছুই না আগলে রেখেছিল!
সেদিনই ছিল তার একমাত্র ছেলের জন্মদিন। আজ তার জন্য বাদ আসর দোয়া হবে মসজিদে। আপনারাও দোয়া করবেন। আমাদেরও যেতে হবে একদিন।
যাওয়াটা যেন ঈমানে, আমলে, ইজ্জতের সাথে, কাউকে কষ্ট না দিয়ে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।