লেখক/কবি
সম্প্রতি কলোরাডো ইউনিভার্সিটির গবেষকরা চোয়ালহীন মেরুদণ্ডী প্রাণীর তিনটি জিনের খোঁজ পেয়েছেন। এর ফলে মেরুদণ্ডী প্রাণীর চোয়াল বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে গবেষকরা জানিয়েছেন। খবর সায়েন্স ডেইলির।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৫০ কোটি বছর আগে চিবিয়ে খাবার খাওয়ার ক্ষমতা মেরুদণ্ডী প্রাণীর একেবারেই ছিলোনা। কারণ সে সময় মেরুদণ্ডী প্রাণীর মুখে চোয়াল ছিলো না।
তখন চোয়ালের বদলে তাদের মুখে ছিলো নরম হাড়।
গবেষকরা জানিয়েছেন, নতুন জিন আবিষ্কারের ফলে মেরুদণ্ডী প্রাণীরা নিষ্ক্রিয় ফিল্টার ফিডার থেকে কিভাবে সক্রিয় শিকারিতে পরিণত হয়েছিলো সে বিষয়টি জানা সম্ভব হবে।
গবেষক ডেনিয়েল মিউলেমানস মেডিরোস-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চোয়ালহীন লেমপ্রের ভ্রুণে মেরুদণ্ডী চোয়ালের মূল খোঁজ পাওয়া গেছে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রোসিডিং অব দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি সায়েন্স সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছে, লেমপ্রে হলো ইলের মত দেখতে এক ধরনের চোয়ালহীন সামুদ্রিক মাছ।
সমজাতীয় অন্যান্য মাছের তুলনায় লেমপ্রের কঙ্কালের গঠণ বেশ আলাদা। আর লেমপ্রের জিন গবেষণা করে দেখা গেছে, মাত্র কয়েকটি জিন স্থান পরিবর্তন করেই জন্ম হয়েছে চোয়ালের।
উল্লেখ্য, চোয়ালহীন মেরুদণ্ডী প্রাণীদের বলা হয় অ্যাগনাথা, অন্যদিকে চোয়াল আছে এমন মেরুদণ্ডীদের ন্যাথোস্টোম নামে ডাকা হয়। এদের একই ধরনের ১২টি জিনের মাত্র তিনটি জিন আলাদা কাজে ব্যবহৃত হয়।
সম্প্রতি কলোরাডো ইউনিভার্সিটির গবেষকরা চোয়ালহীন মেরুদণ্ডী প্রাণীর তিনটি জিনের খোঁজ পেয়েছেন।
এর ফলে মেরুদণ্ডী প্রাণীর চোয়াল বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে গবেষকরা জানিয়েছেন। খবর সায়েন্স ডেইলির।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৫০ কোটি বছর আগে চিবিয়ে খাবার খাওয়ার ক্ষমতা মেরুদণ্ডী প্রাণীর একেবারেই ছিলোনা। কারণ সে সময় মেরুদণ্ডী প্রাণীর মুখে চোয়াল ছিলো না। তখন চোয়ালের বদলে তাদের মুখে ছিলো নরম হাড়।
গবেষকরা জানিয়েছেন, নতুন জিন আবিষ্কারের ফলে মেরুদণ্ডী প্রাণীরা নিষ্ক্রিয় ফিল্টার ফিডার থেকে কিভাবে সক্রিয় শিকারিতে পরিণত হয়েছিলো সে বিষয়টি জানা সম্ভব হবে।
গবেষক ডেনিয়েল মিউলেমানস মেডিরোস-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চোয়ালহীন লেমপ্রের ভ্রুণে মেরুদণ্ডী চোয়ালের মূল খোঁজ পাওয়া গেছে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রোসিডিং অব দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি সায়েন্স সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছে, লেমপ্রে হলো ইলের মত দেখতে এক ধরনের চোয়ালহীন সামুদ্রিক মাছ। সমজাতীয় অন্যান্য মাছের তুলনায় লেমপ্রের কঙ্কালের গঠণ বেশ আলাদা।
আর লেমপ্রের জিন গবেষণা করে দেখা গেছে, মাত্র কয়েকটি জিন স্থান পরিবর্তন করেই জন্ম হয়েছে চোয়ালের।
উল্লেখ্য, চোয়ালহীন মেরুদণ্ডী প্রাণীদের বলা হয় অ্যাগনাথা, অন্যদিকে চোয়াল আছে এমন মেরুদণ্ডীদের ন্যাথোস্টোম নামে ডাকা হয়। এদের একই ধরনের ১২টি জিনের মাত্র তিনটি জিন আলাদা কাজে ব্যবহৃত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।