এই শহরে আমি এক নতুন চোর। সাবধান.... !
তুমির একটি অর্থ পেলাম
দারুন রকম অর্থ
তুমি হয়ে উঠলে তখন
আর থাকে না শর্ত।
তুমির একটি ভাষা পেলাম
কী যেন কী বলে!
যতই তাকে বসতে বলি
ব্যস্ত হয়ে চলে!
তুমির একটি শরীর পেলাম
জোছনা মাখা দেহ
তুমি-তুমি ডাক দিলে আর
যায় না ফিরে কেহ।
তুমির একটি গৃহ পেলাম
জোছনা দিয়ে ঘেরা
সে ঘরেতে গড়লে বসত
হয় না তো আর ফেরা।
তুমির দুটি ঠোঁটও পেলাম
সবার মতো নয়
ভিজতে পারে ভীষণ খরায়
তার করে না ভয়।
তুমির দুটি চক্ষু পেলাম
দেখার আগে বলা
চৈত্র দিনের আগুন মেঘে
থাকে যে সে টলটলা।
তুমির একটি শরীর পেলাম
অবাক যে তার ভাষা
তুমি-তুমি- পাগল তুমি!
ঘর ছাড়ে না চাষা!!
(সত্যি খুব সুন্দর কবিতা শেখ নরজুল ভাই আপনার লেখা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।