অন্তরালের মানুষ
একজন শেয়ার ব্যবসায়ী হিসেবে সবগুলো প্রাথমিক শেয়ারে (আইপিও) কম-বেশি আবেদন করি আমি। সবগুলোতে কিছু না কিছু পাই ই। ইদানিং নিজের অন্যান্য কাজের ব্যস্ততায় প্রাথমিক বাজারের খোজখবর রাখা হয়নি তেমন। তবে কয়েকদিন পূর্বে আমার এক কাজিন বললো, আইএফআইএল এর মিচুয়্যাল ফান্ড আসছে। ২৬ তারিখ হতে আবেদন জমা দিতে হবে।
আমি আইএফআইএল এর মানেটা তত না বুঝে বললাম আমাকে কয়েকটা আবেদন ফরম এনে দিস। আবেদন তো করবই।
অন্যান্য কাজের ব্যস্ততায় ডিএসই এর ওয়েবসাইতে কয়েকদিন ঢোকা হয়না। গতকাল রাতে ঢুকে আইএফআইএল এর পূর্ন অর্থ দেখে আমি তো থ্। ইসলামী ফিন্যান্স এ্যান্ড ইনভেষ্টমেন্ট কোম্পানী লিঃ।
এটা আবার ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। জীবনে কোন কাজে ইসলামী ব্যাংকের কাছেও যাইনি। কারন আমার বিশ্বাস, আমার প্রতিজ্ঞ, জীবনের শেষ দিনটি পর্যন্তও কোনদিন যেন আমার একটি পয়সাও রাজাকারদের লালন পালন করতে না দেই। আর এই রাজাকারদের আরও প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য স্বাধীন বাংলায় বসে ওদের অর্থের যোগান দেব। তা কোনভাবেই হতে পারেনা।
কাজিন এর দেয়া ফরমগুলো ছিড়ে ফেলেছি। আমার এক কানাকড়ি অর্থেও যেন ও রাজাকার, ধর্ষনকারী, হত্যাকারী আর লুটেরারা লালিত পালিত হতে না পারে। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত এই প্রার্থনা করে যাব প্রতিপালকের কাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।